সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার মালদা’র অমৃতি গ্রাম পঞ্চায়েত দ’খ’ল ক’র’তে চ’লে’ছে তৃ’ণ’মূ’ল কং’গ্রে’স

এবার মালদার অমৃতি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস

মালদা,৯ সেপ্টেম্বর: অমৃতি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপি সদস্য সরস্বতী কর্মকার তৃণমূলে যোগদান করেন। এদিন তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা নেতৃত্ব।

উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ সহ ব্লক এবং পঞ্চায়েত তৃণমূল নেতৃত্ব। গত পঞ্চায়েত নির্বাচনে অমৃতি গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে বিজেপি দখল করেছিল ৭টি আসন। তৃণমূলের দখলে যায় ৪টি আসন। একটি কংগ্রেস এবং একটি নির্দল দখল করে।

সংখ্যা গরিষ্ঠ হওয়ার কারণে বিজেপি দখল করে অমৃতি গ্রাম পঞ্চায়েত। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নির্দল, কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠ পায়।

আগামী কিছুদিনের মধ্যে অমৃতি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে বলে জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল।