সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাদের দেশে বেশিরভাগ সিলিং ফ্যানগুলোর ৩ টি “ব্লেড” কেন থাকে?

ভারতবর্ষ উষ্ণ জলবায়ুর একটি দেশ। তাই অন্যান্য দেশের তুলনায় এখানে গরমও বেশি। আর এই গরমের হাত থেকে রক্ষা পেতে মানুষ হাতপাখা, ফ্যান, এসি, এয়ার কুলার ইত্যাদি ব্যবহার করে। তবে মধ্যবিত্ত দের একমাত্র ভরসা হল সিলিং ফ্যান। আর এই ফ্যান প্রসঙ্গে ছোটবেলা থেকেই যে প্রশ্ন মাথায় আসে তা হল সিলিং ফ্যানে কেন তিনটি ব্লেড থাকে, চারটে বা পাঁচটা থাকে না কেন? আজকের প্রতিবেদনে রয়েছে সেই তথ্য।

এ প্রসঙ্গে বিজ্ঞানীরা বলেন, পাখায় ব্লেডের সংখ্যা যত কম হবে তত বাতাস জোরে বইবে। ব্লেড বেশি থাকলে মটরের ওপর বেশি চাপ পড়ে এবং বাতাস নিক্ষেপ করার ক্ষমতা কমে যায়। আমাদের দেশ গ্রীষ্মপ্রধান হওয়ার কারণে এখানে বসবাসকারী মানুষদের বেঁচে থাকার জন্য প্রবল বাতাসের প্রয়োজন হয়।

তাই এখানে তিনটি ব্লেড যুক্ত সিলিং ফ্যান বেশি ব্যবহৃত হয়। এছাড়া ফ্যানে ব্লেড কম থাকার কারণে এটি যেমন দ্রুত চলে তেমনই শব্দ কম হয়। এই ফ্যানের দামও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে।

আরো খবর: বৃহস্পতি-শুক্র গ্রহের যৌ’ব’ন অবস্থা, এই ৪ রাশির হাতে হঠাৎ টা’কা চলে আসবে!

আর যেহেতু কয়েক বছর আগে পর্যন্ত ভারতে বিদ্যুতের সংকট ছিল তাই কম ভোল্টেজেও এই ফ্যান অনায়াসে চলে এবং কম বিদ্যুৎ খরচ হয়। অন্যদিকে আমেরিকা, ইউরোপ ইত্যাদি দেশ ঠান্ডা জলবায়ুর দেশ। তাই এখানে চারটে ব্লেড যুক্ত ফ্যান ব্যবহৃত হয়, কারণ সেই ফ্যান উষ্ণতা কমায় না, ঘরের মধ্যে বায়ু চলাচল বেশি করে।