সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্থা’য়ী ও উন্নত কেরিয়ার চাইছেন? অফিস ডেস্কে এই জিনিসগুলো ভু’লেও রাখবেন না

কেরিয়ারে যদি স্থায়িত্ব রাখতে চান তাহলে মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু বাস্তু টিপস। আসলে কেরিয়ার স্থায়ী এবং উন্নত করার জন্য অনেক পরিশ্রম করা থাকেন আপনি। কিন্তু অনেক সময় দেখা যায় পরিশ্রম করলেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।

এমতাবস্থায় জেনে নিন কোন কোন উপায়ে আপনার সমস্যা দূর হতে পারে। নিজের অফিসের চেয়ার এবং টেবিল এমনভাবে রাখা উচিত যাতে চেয়ারে বসলে পিঠ দেওয়ালের দিকে থাকবে।

উত্তর-পূর্ব দিকে মুখ করে কাজ করতে পারলে সব থেকে ভালো। উত্তর দিকে মুখ করে বসলে অর্থ বৃদ্ধি হবে। পূর্ব দিকে মুখ করলে কাজে উন্নতি হয়। যদি ডেস্ক উত্তর দিকে থাকে তাহলে ফাইল ফোল্ডার ইলেকট্রনিক গ্যাজেট টেবিলের বাম দিকে রাখতে হবে।

আরো পড়ুন: ফের গরমের ছুটি বা’ড়’লো, এখনই খুলছে না রাজ্যের স্কুলগুলো

পূর্বদিকে ওয়ার্কস্টেশন থাকলে সমস্ত জিনিস ডান দিকে রাখতে হবে। ক্যারিয়ারের উন্নতির জন্য টেবিলের উত্তর-পূর্বদিকে ক্রিস্টালের পেপারওয়েট রাখতে হবে।

টেবিলের উত্তর দিকে জলের বোতল, চা কফির কাপ রাখা উচিত। জরুরী ফাইল এবং বই রাখতে হবে ডান দিকে। লাল বা কালো রঙের কোন বস্তু টেবিলের উপর রাখা যাবে না। উত্তর বা ঈশান কোণে জলের বোতল বা ফুলদানি রাখা যেতে পারে।

দেবতার ছবিও রাখা যেতে পারে। কাজ করার জন্য টেবিল কাঠের টেবিল হওয়া উচিত। টেবিলের কোন হতে হবে গোলাকার। টেবিলের কোন অংশে যেন ভাঙ্গা না থাকে। টেবিল সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

কোন অপ্রয়োজনীয়’ বা পুরোনো কাগজ টেবিলের উপর রাখার প্রয়োজন নেই। টেবিলের কাচ, সুচ, অ্যালবাম, ফিল্মের পোস্টার, সিডি, প্লেয়ার ভিডিও গেম, পুরোনো খবরের কাগজ, খাবারের প্লেট, অপ্রয়োজনীয় বই খাতা রাখা উচিত নয়।