সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশি অনুযায়ী জানুন কেমন গণেশ মূ’র্তি’র আ’রা’ধ’না করবেন ও কি ভো’গ নিবেদন করবেন

আগামীকাল গনেশ পূজা। গনেশকে আরাধনা করার মাধ্যমে শুরু হয়ে যায় সমস্ত দেব দেবীর আরাধনা করার কর্মসূচি। ৩৩ কোটি দেব দেবতার মধ্যে গনেশকে অগ্রগণ্য দেওয়া হয়। আমাদের রাশিচক্রে ১২ টি ভিন্ন ভিন্ন রাশি রয়েছে, যাদের প্রার্থনা করার আলাদা বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। চলুন দেখে নেওয়া যাক এই রাশি অনুযায়ী কোন কোন রাশি কিভাবে সন্তুষ্ট করতে পারেন গণেশকে।

মেষ রাশি: ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল: এই সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য লাল রঙের গণেশ মূর্তি খুব শুভ। লাড্ডু ভোগ দিয়ে পুজো করলে মনোবাসনা পূর্ণ হয়ে যায় এই জাতক-জাতিকাদের।

বৃষ রাশি: ২০ এপ্রিল থেকে ২০ মে: রক্ত প্রবাল দ্বারা নির্মিত গণেশ মূর্তিকে যদি উপাসনা করা যায় তাহলে মনোবাসনা পূর্ণ হয়ে যায় এই জাতক-জাতিকাদের। ভোগ হিসাবে ঘি দিতে পারেন এনারা।

মিথুন রাশি: ২১ মে থেকে ২০ জুন: এই সমস্ত জাতক-জাতিকারা গণেশ এবং লক্ষ্মী দু’জনকেই পুজো করতে পারেন।মূর্তির ক্ষেত্রে সাদা রঙের গণেশ এবং মুগ ডালের রঙের লক্ষ্মী উপাসনা করতে পারেন এনারা।

কর্কট রাশি: ২১ জুন থেকে ২২ জুলাই: শ্বেত শুভ্র গণেশ মূর্তি এনাদের জন্য খুবই ফলদায়ক। পুজো করার ক্ষেত্রে ক্ষীর এবং মাখন দিতে পারেন এনারা।

সিংহ রাশি: ২৩ জুলাই থেকে ২২ আগস্ট: হালকা লাল রঙের গণেশ মূর্তির পূজা করলে মনোবাসনা পূর্ণ হয়ে যায় এনাদের। ভোগ হিসেবে থাকবে মোদক।

কন্যা রাশি: ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর: একইসঙ্গে লক্ষী এবং গণেশ কে পুজো করতে পারেন এনারা। বিশেষত চতুর্থীতে মুগ ডাল দিয়ে পুজো করতে পারেন এনারা।

তুলা রাশি: ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর: হালকা বাদামী রঙের গণেশ মূর্তির কাছে নারকোল উৎসর্গ করলে ভালো ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা

বৃশ্চিক রাশি: ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর: বৃষ্টির জাতক-জাতিকাদের প্রবাল দ্বারা নির্মিত গণেশের কাছে বেসনের লাড্ডু সহকারে ভোগ প্রদান করলে ভালো ফল পাওয়া যায়।

ধনু রাশি: ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর: হরিদ্রা রঙের গণেশ পুজো করলে মনোবাসনা পূর্ণ হয়ে যায় এনাদের। ভোগ হিসেবে দিতে হয় লাড্ডু।

মকর রাশি: ২২ ডিসেম্বর থেকে জানুয়ারি ১৯: নীল রঙের গণেশ মূর্তি পূজা করতে পারলে ভালো ফল পাওয়া যায় এই সমস্ত জাতক-জাতিকাদের। ভোগ হিসাবে কালো তিলের নাড়ু দিতে পারেন এনারা।

কুম্ভ রাশি: ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ১৮: কালো পাথর দিয়ে তৈরি গণেশের মূর্তি এনাদের জন্য খুবই শুভ। নানা রকমের সবুজ খাবার উৎসর্গ করলে ভালো ফল পাওয়া যায়।

মীন রাশি: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ ২০: সবুজ রঙের মূর্তিতে যদি মধু এবং কেশর সহকারে পুজো করা যায়, তাহলে ভালো ফল পাওয়া যায়।