সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষকের অ’ভা’বে ধুঁ’ক’ছে স্কুলগুলো, এবার মাধ্যমিক পরীক্ষায় গা’র্ড দেবেন প্রাইমারি স্কুলের টিচাররা

মাধ্যমিক পরীক্ষায় এবার গার্ড দিতে চলেছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা। সত্যিই এটি একটি নজিরবিহীন ঘটনা। উত্তর দিনাজপুরের এই ঘটনা, সেখানকার হাই স্কুলের শিক্ষকের অভাব থাকায় মাধ্যমিক পরীক্ষায় এবার গার্ড দিতে চলেছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা।

আর বেশি দেরি নেই আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। যার কারণে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। কিন্তু শিক্ষকের অভাব থাকায় একেবারে প্রথা ভেঙে প্রথম মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে চলেছে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, এই জেলায় মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য ৫০টি প্রাথমিক শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে।উত্তর দিনাজপুরের মাধ্যমিক সংক্রান্ত জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন , সত্যিই এটি একটি নজিরবিহীন ঘটনা।

আরো খবর: DA-র দা’বি’তে পরপর ২ দিন সরকারি কর্মীদের রাজ্য জু’ড়ে ক’র্ম’বি’র’তি

এমনটা এর আগে কখনই হয়নি। এর কারণ একটাই উৎসশ্রীর মাধ্যমে এই জেলার বহু শিক্ষক শিক্ষিকা অন্য জেলায় বদলি হয়েছে। তাই পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। উত্তর দিনাজপুরের মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ১১৭ টি।

আর সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার। ১১৭ টি স্কুলে গার্ড দেওয়ার জন্য যে শিক্ষকের প্রয়োজন তার অভাব রয়েছে জেলায়। তাই প্রাথমিক শিক্ষক এবার প্রথম গার্ড দিতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। অবশ্য এই জেলার শিক্ষকের অভাবের কথা পর্ষদ কে জানানো হয়েছে আগেই। তাদের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।