সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবের মরশুমে নতুন টাইম টে’বি’ল আ’ন’তে চলেছে ভারতীয় রেল

মাস পোহালেই দুর্গাপুজো। তাই দুর্গাপূজা উৎসব উপলক্ষে ইতিমধ্যেই সর্ব জায়গায় শুরু হয়ে গেছে সাজ সাজ রব। তাই এবার রেলের টাইম লাইন পাল্টাতে চলেছে সাধারণ মানুষের জন্য। উত্তর রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে, নতুন টাইম টেবিল জারি করার পর বেশ কয়েকটি ট্রেনের সময় বদল হয়ে যাবে। উত্তর রেলের তরফ থেকে সিরিয়ার আধিকারিক পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, ট্রেন গুলির নতুন আগমন এবং প্রস্থানের সময় দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। ভ্রমণকারীরা বাড়ি থেকে বের হবার আগে নিশ্চিত হয়ে বের হবেন ট্রেনের টাইমটেবিল দেখে। ২৮ টি টেন এর আগমন এবং প্রস্থানের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

রেলের তরফ থেকে যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে, সেগুলি ধাপে ধাপে পরে আবার শুরু হয়ে যাবে। এছাড়াও ট্রেন নম্বর থেকে শূন্য সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। শূন্য অপসারণের পর ট্রেনের ভাড়া অনেকটাই কমে যাওয়া উচিত বলে মনে করেছেন সকলে। শূন্য অপসারণের পর, শূন্য অপসারণের পুরনো স্বাভাবিক ভাড়ার ভিত্তিতে চলবে বলে জানা গেছে।

নতুন টাইম টেবিল শুরু হলে হাওড়া থেকে হাওড়া কাঠগোদাম স্পেশাল ট্রেন সকাল নটার বদলে যাবে নয়টা পঁচিশ মিনিটে। এছাড়া হাওড়া লালকৌন স্পেশাল ট্রেন এবং জিকেপি কলকাতা স্পেশাল ট্রেনের সময় বদলে যাবে। গোরক্ষপুর থেকে এই ট্রেনটি এবার ১১ টার বদলে ছাড়বে ১১:২৫ মিনিটে।