সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’র গ্রা’সে কলকাতার একের পর এক হাসপাতাল! শহর জুড়ে শতাধিক স্বাস্থ্যকর্মী সং’ক্র’মি’ত

বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই সংকটজনক, কারণ ইতিমধ্যেই রাজ্যের করোনা গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী। কলকাতা সহ আশেপাশের বিভিন্ন এলাকার দৈনিক সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ কয়েক মাস চুপ থাকার পর, একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে করোনার নতুন স্ট্রেইন ওমিক্রন। আর সেই কারণে কলকাতা সহ আশেপাশের হাসপাতালগুলোয় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঝড়ের গতিতে। তবে এই সূত্র ধরেই আরেকটি খবর সামনে এসেছে যা অবাক করছে সকলকে, ইতিমধ্যে স্বাস্থ্যকর্মী চিকিৎসক হাসপাতাল সুপার মিলিয়ে 36 জন করোনায় আক্রান্ত হয়েছে।

ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজসহ পাকসারকাস অবস্থিত কলকাতা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে 70 জন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।বর্তমান সময়ে এতসংখ্যক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার পর , হাসপাতাল পরিষেবা চালু রাখা অনেকটাই কষ্টসাধ্য হয়ে উঠেছে। ইতিমধ্যেই স্বাভাবিকভাবে হাসপাতাল পরিষেবা চালু রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে পরামর্শ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুসংখ্যক চিকিৎসকদের বাড়িতে কোয়ারিন্টিন অবস্থায় রাখা হয়েছে, এবং কিছু জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তবে করোনা শুধু এখানেই নয় কলকাতার ডাক্তার আহমেদ ডেন্টাল কলেজ অন হাসপাতালেও করোনা থাবা বসিয়েছে। ইতিমধ্যেই সেই কলেজের হোস্টেল ফাঁকা করা হয়েছে। তাহলে কি করোনা তৃতীয় ঢেউ আসতে চলেছে দেশজুড়ে। তবে করোনার তৃতীয় ঢেউ আসার সাথে সাথে চিকিৎসকদের এই পরিস্থিতি অনেকটাই চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দপ্তরকে।