সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য নেতৃত্বকে লোকসভা ভো’টে’র আসন পাওয়া নিয়ে টা’র্গে’ট দি’লো কেন্দ্রীয় বিজেপি

গতবারের বিধান সভা নির্বাচনে শাসক বিরোধী প্রধান দল তথা ভারতীয় জনতা পার্টি হেরে গেলেও আগামী লোকসভা নির্বাচন নিয়ে তাঁরা চূড়ান্ত আশাবাদী। আর যেনো কোনো ভুল চুক না হয় সেদিকে সকল বিজেপি নেতারা সজাগ বলেই জানা যাচ্ছে। সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন সেখানে বাংলায় বিজেপির ২৪ টা আসন জয় করার টার্গেট সেট হয়েছে। আর তারা এই চব্বিশটি আসন যেভাবেই হোক জিততে চায়। আর তাই এবারে যেনো কোনো ভুল না হয় সেই নিয়ে বার্তা দিলেন জে.পি নড্ডা।

মূলত তাই বাংলায় আসন জেতার ক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্য এই রাজ্যে দলের দুর্বল সংগঠন, চরম গোষ্ঠীকোন্দল এবং নেতা–কর্মীদের সম্পূর্ণ গা ঝাড়া মনোভাব। তাই সম্প্রতি এক বৈঠকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা সাংসদদের বলেন, ‘‌বিধানসভা নির্বাচনের সময় যে ভুল হয়েছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়। সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব দ্রুত মেটান। পঞ্চায়েত নির্বাচনে বুথস্তরে কর্মীদের মতামতকে গুরুত্ব দিন।’‌ এমনই নির্দেশ দিয়েছেন তিনি বলে সূত্রের খবর।

এই বৈঠকে নানান বিজেপি নেতা নানা রকমের মন্তব্য করেছেন। যেমন, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সিএএ নিয়ে মন্তব্য করেন। আর তার উত্তরে সুকান্ত মজুমদার বলেন, এটি বিজেপির কোর ইস্যু। উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে দল্ অঙ্গীকার করেছে। তবে এই নিয়ে নাড্ডা কিছু না বললেও বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দল থেকে শুরু করে ভেঙে পড়া সংগঠন—সব নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলে জানা যাচ্ছে।

আরো খবর: পুলিশে চাকরির পাওয়ার জন্য অ’বি’শ্বা’স্য পদক্ষেপ মহিলা প্রা’র্থী’র, ঘ’ট’না জানলে চ’ম’কে উঠবেন

তিনি তাই বার বার বলেছেন নিজেদের মধ্যে ঝামেলা না করে এক জোট হয়ে কাজ করতে হবে। এছাড়াও, সাম্প্রতিক ডিসেম্বর–তত্ত্ব এবং তার জেরে দলের অন্দরেই মন্তব্য, পাল্টা মন্তব্যে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় পার্টি বলে সূত্রের খবর।

এই সমস্ত বিষয় নিয়েই আরো কয়েকটি বৈঠক হবে বলে জানা যাচ্ছে। তবে সোমবার ওই বৈঠক হয়নি। আজ, মঙ্গলবার সংসদ ভবনে তা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আরও একবার বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও।