সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি জানেন ৪ ব্যাংকের IFSC কো’ড ব’দ’লে গিয়েছে? নতুন কো’ড জেনে নিন

করোনার পর নতুন অর্থবর্ষে ব্যাঙ্কিং পরিষেবা ক্ষেত্রে ব্যাপক রদবদল হয়েছে। আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে। যার ফলে বদলে গিয়েছে ব্যাঙ্কিং পরিষেবা। বদলে গিয়েছে আইএফএসসি কোড। অথচ আইএফএসসি কোড সঠিক জানা না থাকলে ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা মিলবে না। অনলাইনে টাকার লেনদেন আটকে যাবে। তাই অবিলম্বে ব্যাংকের তরফের নতুন আইএফএসসি কোড জেনে রাখা প্রয়োজন।

ব্যাংক সংযুক্তির ফলে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে জুড়েছে অন্ধ্র ব্যাঙ্ক ও করপোরেশন ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে এলাহাবাদ ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্ক যুক্ত হয়েছে। যার ফলে এখনই নতুন আইএফএসসি কোড জেনে নেওয়া প্রয়োজন। কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্ক জুড়ে যাওয়ার পরে পয়লা জুলাই থেকে সিন্ডিকেট ব্যাঙ্কের আইএফএসসি কোড বদলে যাচ্ছে।

উক্ত ব্যাংকের আগের কোড ছিল SYNB। বর্তমানে ব্যাংকের নতুন কোড CNRB। সিন্ডিকেট ব্যাঙ্ক কলকাতার এনএস রোড ব্রাঞ্চের আইএফএসসি কোড ছিল SYNB0009500, এখন হয়েছে CNRB0019500। এলাহাবাদ ব্যাঙ্কের আইএফএসসি কোড শুরু হত ALLA দিয়ে। বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে সংযুক্তির ফলে নতুন কোড হয়েছে IDIB। এলাহাবাদ ব্যাংকের গ্রাহকরা IFSC <পুরনো আইএফএসসি কোড> লিখে ৯২৬৬৮ ০১৯৬২ নম্বরে এসএমএস পাঠালেই নতুন কোড নাম্বার জানতে পারবেন।

অন্ধ্র ও করপোরেশন ব্যাঙ্কের আইএফএসসি কোড গত পয়লা এপ্রিল থেকেই বদলে গিয়েছে। CORP এর বদলে নতুন কোড হয়েছে UBIN। নতুন কোড জানার জন্য গ্রাহকরা ইউনিয়ন ব্যাঙ্কের টোল ফ্রি নম্বর ১৮০০-২০৮-২২৪৪ ও ১৮০০-৪২৫-১৫১৫ এবং ১৮০০-৪২৫- ৩৫৫৫ এ ফোন করতে পারেন। তাহলে নতুন কোড নাম্বার জেনে নিতে পারবেন।