সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যের কোন কোন রু’টে ছু’ট’বে বন্দেভারত? রইলো বিস্তারিত ত’থ্য

দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে আমাদের প্রধান ভরসা ভারতীয় রেল। ভারতীয় রেলকে বলা হয় ভারতবাসীদের লাইফ লাইন। রেল যোগযোগ ব্যাবস্থাকে আরও উন্নত করতে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মত ট্রেন চালু করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।

পশ্চিমবঙ্গের জন্য চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে,এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। ২০২৩ সালের শুরুতেই রাজ্যের প্রথম বন্দে ভারত ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল শুরু করে।সম্প্রতি রাজ্যের দ্বিতীয় বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।

হাওড়া-পুরী রুটে চালানো হবে ওই ট্রেনটি। সূত্রে খবর,খুব শীগ্রই চালু হতে যাচ্ছে নিউ জলপাইগুড়ি – গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। শুধু সময়ের অপেক্ষা।

আগামী ১৪ মে থেকে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের চালু হতে পারে। স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে ট্রেনটির উদ্বোধন করতে। এটি উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।

পশ্চিমবঙ্গের জন্য চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে।এটি চলবে রাঁচি- হাওড়া রুটে। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ এই বিষয়ে তথ্য দিয়েছে। ঝাড়খণ্ড রাজ্যে ২ টি বন্দে ভারত ট্রেন চালু হবে। রাঁচি-পাটনা এবং রাঁচি-হাওড়া রুটে চলবে ট্রেনদুটি। তবে কবে ট্রেনগুলো যাত্রা শুরু করবে তা এখনও নিশ্চিত নয়।