সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধুমাত্র ভিক্ষা করেই আ’য় করেছেন ২ কোটি টা’কা, ল’জ্জা’য় ফে’লে দিলেন কর্পোরেট সংস্থার কর্মীদের

বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে নিজেদের জীবিকা নির্বাহ করে। কেউ খুব স্বচ্ছল জীবনযাপন করে, কেউ আবার অতিকষ্টে দিন কাটায়। এভাবেই আমরা অনেকেই মনে করে থাকি যারা ভিখারি অর্থাৎ ভিক্ষা করে দিন কাটান তাদের সংসারে খুব অভাব। কোনোরকমে দুবেলা দুমুঠো খেতে পান কি পান না তার ঠিক নেই। সাধারণত এমন ভিখারি আমাদের চোখে পড়ে। কিন্তু সবক্ষেত্রে ছবিটা এক নয়। এই দেশে এমন কিছু সংখ্যক ভিখারি আছেন, যারা একজন সরকারি বা বেসরকারি কর্মচারীর থেকে অনেক বেশি টাকা আয় করেন। এমনকি তাদের জীবনযাপনও বিলাসিতায় ভরা।

আজ আপনাদের এমনই একজন ভিখারীর কথা বলব যার জীবনযাত্রা যথেষ্ট বিলাসবহুল। তিনি দেশের অন্যতম একজন ধনী ব্যক্তি। নাম ভরত জৈন। থাকেন মুম্বাইতে। বর্তমানে তিনি প্রায় ২ কোটি টাকার মালিক। ৪৯ বছর বয়সী ভরতের মাসিক আয় জানা গেছে ৭৫ হাজারের‌ও বেশি। সূত্রের খবর, ভরত মুম্বাইয়ের প্যারেল এলাকায় ভিক্ষা করেন। তার পরিবারে রয়েছে বাবা, দুই ভাই, স্ত্রী ও দুই ছেলে।

ভিক্ষা করা ছাড়াও ভরতের একটি দোকান রয়েছে, সেখান থেকেই মাসিক ১০ হাজার টাকা ভাড়া পায় সে। ভরতের নিজস্ব দুটো অ্যাপার্টমেন্ট আছে বলেও জানা গেছে। যার মধ্যে একটির বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ‘দেশের সবচেয়ে ধনী ভিখারী হল ভরত‌।’

শুধু মুম্বাইয়ের ভরতই নয়, কলকাতাতেও রয়েছে অপর এক ধনী ভিখারী লক্ষ্মী দাস‌। সেও শুধু মাত্র ভিক্ষা করে অনেক টাকা রোজগার করেছেন। সেই বিপুল পরিমাণ টাকা ব্যাঙ্কে সঞ্চয় করেছেন বলে খবর। মাত্র ১৬ বছর বয়স থেকেই তিনি ভিক্ষা শুরু করেন বলে জানা গেছে। সালটা ছিল ১৯৬৪। বর্তমানে লক্ষ্মী দাস মাসে ৩০ হাজার টাকা রোজগার করেন। লক্ষ্মী ও ভরতের মতো আরও অনেক ভিখারি এইভাবেই ভিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করে বিপুল টাকার অধিকারী হয়ে উঠেছেন।