সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Metaverse: মৃ’ত বাবা মেয়ে ও জামাইকে আ’শী’র্বা’দ করলেন! কিন্তু কিভাবে?

গত ৬ ফেব্রুয়ারি তামিলনাড়ুর শিবলিঙ্গপুরমের দীনেশ ও জনগানন্দিনীর বিয়ে ছিল। দীনেশ এসপি ও জনগানন্দিনী পারিবারিক ঐতিহ্য এবং প্রযুক্তির মিশেলে এক অভিনব বিয়ের আয়োজন করেছিলেন।করোনা আবহে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা কাটছাঁট করতে হয়েছে। তবু হাজির ছিলেন হাজার দুয়েক অতিথি।

গত ৬ ফেব্রুয়ারি তামিলনাড়ুর শিবলিঙ্গপুরমের দীনেশ ও জনগানন্দিনীর বিয়ে ছিল। দীনেশ এসপি ও জনগানন্দিনী পারিবারিক ঐতিহ্য এবং প্রযুক্তির মিশেলে এক অভিনব বিয়ের আয়োজন করেছিলেন।করোনা আবহে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা কাটছাঁট করতে হয়েছে। তবু হাজির ছিলেন হাজার দুয়েক অতিথি।

মৃত বাবাও মেয়ে-জামাইকে আশীর্বাদ করলেন। সত্যি, এ সবই হয়েছে দীনেশ এসপি ও জনগানন্দিনীর বিয়েতে। করেছিলেন তাঁরা। সৌজন্যে ‘মেটাভার্স’। তামিলনাড়ুর শিবলিঙ্গপুরমের দীনেশ ও জনগানন্দিনীর বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন দূর-দূরান্তের অতিথিরা। বিয়েতে সকলেই আনন্দ করলেন, নবদম্পতিকে আশীর্বাদও করলেন।

 

যদিও যে যার বাড়িতে বসে। আর এ সব সম্ভব হয়েছে ‘মেটাভার্স’ এর দৌলতে।মেটাভার্স এমন এক ভার্চুয়াল দুনিয়া যেখানে অগমেন্টেড রিয়্যালিটি, ভার্চুয়াল রিয়্যালিটি, হলোগ্রামের থ্রি-ডি অবতার, ভি়ডিয়ো এবং জনসংযোগের সম্মিলন ঘটেছে।

আরো পড়ুন: “তেহেরিক-ই-তালিবান” আভ্যন্তরীণ সমস্যা পাকিস্তানের, বি’রা’ট ধা’ক্কা দিলো আফগান তালিবানরা

যাঁরা মেটাভার্সে থাকবেন, তাঁরা তাঁদের বন্ধুদের সঙ্গে সারা দুনিয়া জুড়ে ভার্চুয়াল ট্যুরে যেতে পারেন, কনসার্টে যেতে পারেন, যোগাযোগ রাখতে পারেন এবং আরও নানা রকম অনুষ্ঠানে একসঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখতে পারেন।

আরো পড়ুন: আজ ROSE DAY, কোন কোন রাশির জীবনে প্রেমের শু’রু হ’বে?

এই প্রসঙ্গে পাত্র জানান, ‘‘অতিমারি করোনার জন্য বিয়েবাড়িতে মাত্র ১০০ জনকে নিমন্ত্রণ করেছি। কিন্তু চেয়েছিলাম বিয়েতে আত্মীয় বন্ধুরা সবাই থাকুক। তাই সিদ্ধান্ত নিই মেটাভার্সে অনুষ্ঠান করব। আমি নিজেও ‘ব্লকচেন টেকনোলজি’তে কাজ করেছি।’’