সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নুপুর শর্মাকে হ’ত্যা করতে পাকিস্তান থে’কে অনুপ্রবেশ ভারতে, রাজস্থানে ধৃ’ত এক

বিজেপি নেত্রী নূপুর শর্মা বিতর্কিত মন্তব্যে করেছিলেন। এই বিতর্কিত মন্তব্য নিয়ে এক মাস পার হয়ে গেলেও; এই নিয়ে জলঘোলা বন্ধ হচ্ছে না। শনিবার বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্রকে মারার উদ্দেশ্যে পাকিস্তান থেকে ভারতে আসা এক ব্যক্তিকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তিকে গত ১৬ জুলাই রাত ১১টা নাগাদ রাজস্থানের শ্রীনগর জেলার হিন্দুমালকোট বর্ডার চেকপোস্টের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরেই বিএসএফের পেট্রোলিং দল তাকে আটক করে।

বিএসএফের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তিকে জেরা করে জানা গেছে, তার নাম রিজওয়ান আশরাফ। সে পাকিস্তানের উত্তর পাঞ্জাবের এলাকার মান্ডি বাহাউদ্দিন অঞ্চলের বাসিন্দা।

আরো পড়ুন: লাইক বাড়ানো চে’ষ্টা’য় চলন্ত ট্রাকের উপর পুশ-আপ যুবকের, ঘ’টে গেলো ম’র্মা’ন্তি’ক পরিণতি, রইলো ভিডিও

তার কাছ থেকে পাওয়া ব্যাগে মিলেছে একটি ১১ ইঞ্চি লম্বা ছুরি, ধর্মীয় বই, জামাকাপড়, খাবার এবং বালি। প্রাথমিক জেরায় জানা গেছে, গেরুয়া শিবিরের সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মাকে হত্যা করার পরিকল্পনা নিয়েই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছিল সে।

তবে খুন করার আগে আজমীর শরিফে একবার ঢুঁ মারার পরিকল্পনা ছিল তার। যদিও তার আগেই বিএসএফের যহাতে ধরা পড়ে যাওয়ায় ভেস্তে যায় তার পরিকল্পনা।