সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বর্ধমানের কৃষক Paytm-এ ক্যাশব্যাক পেলেন ১ লক্ষ টা’কা

অনলাইন লেনদেনকারী সংস্থা পেটিএম তাদের গ্রাহকদের জন্য ক্যাশব্যাকের অফার রাখে। 10 টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এ পর্যন্ত পেয়েছেন পেটিএম গ্রাহকেরা। তবে ধনতেরাসের আগেই কার্যত লক্ষ্মী লাভ হল বর্ধমানের এক কৃষকের। তিনি পেটিএম থেকে ক্যাশব্যাক অফারে পেলেন এক লক্ষ টাকা। উৎসবের মুহুর্তে এই খবর পেয়ে আনন্দিত কৃষকের পরিবার।

পেটিএম সম্প্রতি উৎসব উপলক্ষে রোজ দশজন গ্রাহককে এমন ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছে। ইতিমধ্যেই 130 জন গ্রাহক সংস্থার তরফ থেকে ক্যাশব্যাক পেয়েছেন। এদের মধ্যে থেকেই বর্ধমানের ওই কৃষক পেয়ে গেলেন এক লক্ষ টাকা। বর্ধমানের 26 বছর বয়সী ওই কৃষক পেটিএম ক্যাশ ব্যাক ধামাকাতে এক লক্ষ টাকা জিতে নিলেন।

26 বছরের ওই কৃষকের নাম তুফান মাজি। তিনি এই এক লক্ষ টাকা দিয়ে কৃষি যন্ত্রপাতি কিনতে চান। সংবাদমাধ্যমের কাছে সাক্ষাত্কার দিতে গিয়ে তিনি জানিয়েছেন পেটিএম ব্যবহার করা ভীষণ সোজা। এখানে আর্থিক লেনদেনের বিষয়টি অনেকটাই সুরক্ষিত থাকে। পেটিএম ওয়ালেট, পেটিএম, ইউপিআই, পেটিএম পোস্টপেইড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেটিএম পিওএস, all-in-one কিউআর কোড সহ একাধিক পরিষেবা মারফত এই ক্যাশব্যাকের সুযোগ পাওয়া যাচ্ছে।

14 ই অক্টোবর থেকে 14 ই নভেম্বর পর্যন্ত পাওয়া যাচ্ছে এই সুযোগ। মোবাইল, ব্রডব্যান্ড, ট্রাভেল বুকিং, পেট্রোল ভরতে গিয়ে কিংবা সিনেমার টিকিট বুক করতে গিয়ে, শপিং মল, ফুডকোর্ট হোটেলে পেমেন্ট করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যাবে এই সুযোগ।