সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠিক যে’ন সিনেমা! ব্যাংকের লকারে ঢো’কা’র জন্য ১০ ফুট ল’ম্বা সুড়ঙ্গ

একেবারে ডাকাতি, তাও আবার ব্যাঙ্কের লকার থেকে। ভাবা যায় মানুষ যেখানে নিজেদের মূল্যবান জিনিস রেখে শান্তির ঘুম ঘুমায় সেখান থেকেই চোর বাবাজি ১ কোটি টাকার বেশী সোনার গয়না চুরি করে পালালো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার ভানুটি শাখায়।

মাটি খুড়ে ১০ ফুট লম্বা টানেল তৈরী করে ব্যাঙ্কের মধ্যে ঢোকে চোরের দল। ঘটনাস্থলে পুলিশ এসে সমস্ত কিছু খতিয়ে দেখে ও তারা জানায় আসলে কোনো এক খোলা জায়গা থেকে এই টানেল খোড়া হয়েছিল। ১০ ফুট লম্বা টানেল খুড়ে ব্যাঙ্কের ভোল্ট পর্যন্ত পৌছে যায়।

সোনার গয়নাভর্তি ভল্ট খুলতে পারলেই ক্যাশ ভর্তি বাক্স তারা খুলতে পারে না। তাই সোনার গয়না নিয়ে পালায় চোর যার বর্তমান বাজার মূল্য ১ কোটি টাকার ওপর। স্বাভাবিক ভাবেই চোরের দল ব্যাঙ্কে এসে আগে সমস্ত কিছু দেখে যায় আর তারপরেই সমস্ত প্ল্যান সাজায় এটাই এখন পুলিশের অনুমান।

আরো খবর: টা’কা কেটে নিলেও ATM থেকে টা’কা বে’র হয়নি? তবে কি করণীয়?

তদন্ত চালাচ্ছে পুলিশ , যেভাবে চুরি হয়েছে অনুমান করা হচ্ছে ব্যাঙ্কের কেউ এর সাথে জড়িয়ে রয়েছে। তাই পুলিশ ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এমনকি ভল্ট থেকে আঙ্গুলের ছাপ নেওয়ার চেষ্টাও চলছে। এই চুরির খুব শীঘ্রই কিনারা হবে বলে মনে করছে পুলিশ।