সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেঁ’পে উঠলো তুরস্ক, কম্পনের মা’ত্রা ৭.৮, মৃতের সংখ্যা ছা’ড়ি’য়ে যে’তে পারে ১০০

সকাল সকাল ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠলো চারপাশ। তুরস্ক ও তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে , নুরদগি থেকে ২৩ কিমি পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভয়ানক এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮।

মাত্র এতটাই তীব্র ছিল যার কারণে আশেপাশের সমস্ত বাড়ি ধসে গিয়েছে, এমনকি তুরস্কে ৫৩ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এখানেই শেষ নয় সিরিয়াতেও মানুষ প্রাণ হারিয়েছে যার সংখ্যা ৯০ ছুঁয়েছে। ৫০০ র বেশী মানুষ আহত হয়েছে।

সানলিউরফার মেয়র বর্তমানে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু মানুষের প্রাণ হারায় প্রায় প্রত্যেক বছর। এই মুহূর্তে যে মৃত্যুর সংখ্যা সামনে এসেছে সেটা আগামীতে আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো খবর: ফোল্ডিং ডিসপ্লের Android ফোন আন’লো এই স্মার্টফোন কোম্পানি, ল’ঞ্চ হবে ফেব্রুয়ারিতেই

তবে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে জানা গেছে , গাজিয়ানটেপ থেকে প্রায় ৩৩ কিলোমিটার এবং নুরদাগি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্হল। এই ভূমিকম্পের কম্পন এতটাই তুই বুঝি ছিল যেটা সিরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং প্রচুর বাড়িঘর এর ক্ষতি করেছে।