সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফোল্ডিং ডিসপ্লের Android ফোন আন’লো এই স্মার্টফোন কোম্পানি, ল’ঞ্চ হবে ফেব্রুয়ারিতেই

চিনা সংস্থা Oppo এবার ফোল্ডিং ডিসপ্লের স্মার্টফোন বিশ্ব বাজারে লঞ্চ করতে চলেছে । সম্প্রতি Geekbench ওয়েবসাইটে এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট দেখা গিয়েছিল। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ভারতের বাজারেও এই ফোন লঞ্চ করতে পারে Oppo।

এই ফোনসসব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি টুইটারে অভিষেক যাদব নামে এক ব্যক্তি জানিয়েছেন Oppo Find N2 Flip ফেব্রুয়ারিতেই ভারতে লঞ্চ হতে পারে। চিনে লঞ্চ হওয়ার কারণে ইতিমধ্যেই এই ফোল্ডিং ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Oppo Find N2 Flip – এর প্রাইমারি ডিসপ্লেতে থাকবে একটি FHD+ ফোল্ডিং AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট ও 240 Hz টাচ স্যামপ্লিং রেট থাকছে।

আরো খবর: ক্যা’ন্সা’র আ’ক্রা’ন্ত বাঙালি মহিলা যাত্রীকে প্লেন থেকে বে’র করে দেওয়া হ’লো! কোথায় ঘ’ট’লো এমন ঘ’ট’না?

সর্বোচ্চ 1200 nits ব্রাইটনেস পাওয়া যাবে। এই মোবাইলে Android 13 অপারেটিং সিস্টেমের উপরে চলবে ColorOS 13 স্কিন। এই ফোনে 3.62 ইঞ্চি কভার স্ক্রিন। এই ডিসপ্লেতে 382 x 720 পিক্সেলস রেজোলিউশন থাকছে।

সেখানে পাবেন 250 ppi পিক্সেল ডেনসিটি। যদিও প্রাইমারি ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকলেও বাইরের কভার ডিসপ্লেতে থাকছে 60 Hz রিফ্রেশ রেট।