সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্যা’ন্সা’র আ’ক্রা’ন্ত বাঙালি মহিলা যাত্রীকে প্লেন থেকে বে’র করে দেওয়া হ’লো! কোথায় ঘ’ট’লো এমন ঘ’ট’না?

গত ৩০ জানুয়ারি মার্কিন-প্রবাসী বাঙালি মীনাক্ষী সেনগুপ্ত দিল্লি বিমানবন্দর থেকে নিউ ইয়র্কগামী আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠেন। তাঁর হাতের ব্যাগটি সিটের উপরের ব়্যাকে তুলে রাখার জন্য বিমান সেবিকার সাহায্য চেয়েছিলেন। কিন্তু সাহায্য করা দূরস্ত, তাঁকে রীতিমতো বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনাটি টুইটারে জানিয়ে মার্কিন এয়ারলাইন্সের বিরুদ্ধে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মীনাক্ষী সেনগুপ্ত। তাঁর সেই টুইট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।

এব্যাপারে তাঁরা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক থেকে দিল্লি মহিলা কমিশনের কাছে পদক্ষেপ করার আবেদনও জানিয়েছেন। মীনাক্ষীদেবীর অভিযোগ পাওয়ার পরই অবশ্য নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

আরো খবর: পাকি’স্তা’নে স্টেডিয়ামে খেলা চলাকালীন বো’মা বি’স্ফো’র’ণ, কি হলো বাবর আজমদের?

কোনওরকম অসংবেদনশীলতা বরদাস্ত করা হবে না জানিয়ে মার্কিন এয়ারলাইন্সের কাছে গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে DGCA।তবে মার্কিন এয়ারলাইন্সের কর্মীদের ব্যবহারে ক্ষোভ প্রকাশ করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও দিল্লি মহিলা কমিশনকে কড়া পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন নেটিজেনরা।