সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকি’স্তা’নে স্টেডিয়ামে খেলা চলাকালীন বো’মা বি’স্ফো’র’ণ, কি হলো বাবর আজমদের?

বো’মা বি’স্ফো’র’ণ হয়েছে পাকিস্তানের কোয়েটায় স্টেডিয়ামের কাছেই। বি’স্ফো’র’ণ একাধিক আহত হয়েছেন। বো’মা বিস্ফোরণের কারণে এলাকায় আ’ত’ঙ্কে’র পরিবেশ বিরাজ করছে। কোয়েটায় বাবর আজম ও সরফরাজ আহমেদের দলের ম্যাচ চলার সময় এ বিস্ফোরণ ঘটে।

কোয়েটায় অনুষ্ঠিত এ ম্যাচটি ছিল পাকিস্তান সুপার লিগের আগে একটি প্রদর্শনী ম্যাচ। রিপোর্টে বলা হচ্ছে- ম্যাচটি যখন চলছিল তখন বো’মাটি বি’স্ফো’রি’ত হয়। বি’স্ফো’র’ণে’র পর খেলাটি বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে থাকে। এদিন বিকালে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগে পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যে টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচটি হয়। এই ম্যাচে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল।

আরো খবর: রাম মন্দির কবে খু’ল’বে? সব প্রশ্নের উত্তর দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

স্টেডিয়ামের বাইরে ম্যাচ চলাকালীন বো’মা বি’স্ফো’র’ণ ঘটে। এরপর মাঠে বসে থাকা ১৩ হাজারের বেশি দর্শকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

কোয়েটার একটি স্টেডিয়াম থেকে কয়েক মাইল দূরে একটি বি’স্ফো’র’ণ হওয়ার পরে পাকিস্তানের বর্তমান অধিনায়ক ও সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি সহ অন্যদের ড্রেসিংরুমে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছিল।