সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বারবার ব্য’র্থ’তা’র সা’ক্ষী থেকেছেন! কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক?

টেসলা ও স্পেসএক্স’র প্রতিষ্ঠাতা এলন মাস্ক। বিশ্বের ধনী ব্যক্তি এই এলন মাস্ক কে বলা যায়। তিনি অনেক প্রতিকূলতা জয় করেছেন এবং সেই সমস্ত হেরে যাওয়াগুলো অতিক্রম করেই নিজস্ব বিজয় পতাকা উড়িয়েছেন।

এলন মাস্ক কে ছোটবেলায় অপেক্ষাকৃত দুর্বল থাকার কারণে সমবয়সীদের হাতে ক্রমাগত হেনস্থা হতে হত। এমনই এক ঘটনার কারণে একবার সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন মাস্ক। সে কারণে তাঁকে হাসপাতালে চিকিৎসাধীনও থাকতে হয়েছিল।

সেই ঘটনার কারণে এখনও মাস্কের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। বড় হয়ে মাস্ক চাকরির জন্য আবেদন করেন। কিন্তু কম্পিউটার সায়েন্সের ডিগ্রি না থাকায় তাঁর আবেদন বাতিল হয়ে যায়।

আরো পড়ুন: ইউক্রেনের শপিং ম’লে ফের রাশিয়ার মিসাইল হা’না, বহু মানুষের মৃ’ত্যু’র আ’শ’ঙ্কা

কিন্তু হাল ছাড়েন না মাস্ক। লড়াই চালাতে থাকেন। চালু করেন online-payment company X.com। যা পরবর্তীকালে পরিচিত হয় PayPal নামে। মাস্ক ওই কোম্পানির CEO হন এপ্রিল 2000 সালে ।

কিন্তু কোনও একটি বিশেষ বিষয়ে কোম্পানির CTO-র সঙ্গে তাঁর মতবিরোধ হয়। যার ফল মাস্ক যখন হনিমুনে ছিলেন, সে সময় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। একই ঘটনা ঘটে Tesla-র ক্ষেত্রেও।

এলন মাস্ক ইলেকট্রিক গাড়ি বানানোর উদ্যোগ নিলেও বারবার ব্যর্থ হন। পরিস্থিতি এমন হয় যে Tesla Motors বন্ধ হয়ে যাবে কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়। মাস্ক হাল ছাড়েন না।