সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

1 আগস্ট থে’কে পোস্ট অফিস ব্যাংকের নি’য়’মে ব’ড়ো পরিবর্তন, জেনে নিন

আমরা এই বিষয়টি সম্বন্ধে বেশ ভালোভাবেই অবগত যে গত ১ জুলাই থেকে India Post Payments Bank -এর সেভিংস অ্যাকাউন্টে কম সুদ পাওয়া যাচ্ছে ৷ এরই মধ্যে আবার একাধিক নতুন নিয়ম চালু হচ্ছে আগামী ১ অগাস্ট ২০২১ থেকে । India Post Payments Bank -এর গ্রাহকদের জন্য আসতে চলেছে বড় খবর ৷

বেশ কিছু পরিষেবা যেমন ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার জন্য বেশি চার্জ দিতে হবে গ্রাহকদের ৷ ডোরস্টেপ পরিষেবার জন্য প্রতি রিকোয়েস্টে ২০ টাকা খরচ করতে হবে ৷ কোন কোন ক্ষেত্রে গ্রাহকদের বাড়তি খরচ করতে হবে তা জেনে নেওয়া যাক-

i) টাকা তুললে এবং জমা করলে ২০ টাকা প্লাস জিএসটি লাগবে।

ii) বিল পেমেন্টের জন্য ২০ টাকা প্লাস জিএসটি দিতে হবে।

iii) সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ, আরডি, এলএআরডি-র জন্য ২০ টাকা প্লাস জিএসটি লাগবে।

iv) অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে ২০ টাকা প্লাস জিএসটি দিতে হবে।

v) অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠালে ২০ টাকা প্লাস জিএসটি চার্জ লাগবে।

vi) সেন্ড মানি পরিষেবার জন্য স্ট্যান্ডিং ট্রানজাকশন, পিওএসবি জন্য ২০ টাকা প্লাস জিএসটি দিতে হবে।

অনলাইনে অ্যাকাউন্ট ওপেনিং পদ্ধতি–

1.প্রথমে যে অ্যাপটি Play Store থেকে ডাউনলোড করতে হবে তাহল IPPB Mobile Banking App।

2.Open Account Button- এ ক্লিক করতে হবে।

3.সেখানে একে একে মোবাইল নম্বর, প্যান নম্বর এবং আধার নম্বর দিতে হবে।

4.এবার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে ।

5.সেই ওটিপি দিয়ে লগইন করার পর বেশ কিছু Personal Details দিতে হবে।

6.তারপর Submit Button-এ ক্লিক করলেই নতুন অ্যাকাউন্ট খুলে যাবে ।