সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুম্বইয়ে বো’টের উপর এ’সে পড়লো বাজ, ছবি ধ’রা প’ড়’লো ক্যামেরায়

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে বর্ষা। বর্ষা শুরু হয়ে গেছে মুম্বাইতেও। বর্ষা মানে সারা দিন ধরে শুধুমাত্র অঝোরে ঝরে বৃষ্টি। পশ্চিমবঙ্গের মতো সমভাবাপন্ন আবহাওয়া নেই মুম্বাইতে। তাই বৃষ্টিপাত একবার শুরু হলে তা থামার নাম নেয় না। গতকাল রাতে তুমুল আকারের বৃষ্টি হবার ফলে বিভিন্ন জায়গায় জল জমে গেছে।

শনিবার দুপুরের পর থেকেই বাড়তে থাকে হাওয়া আর তখন থেকেই চলতে থাকে বৃষ্টি। তারই মধ্যে রাহুল পুরি নামে একজন টুইটার ইউজার সম্প্রতি পোস্ট করেছেন একটি ছবি যেখানে সরাসরি বজ্রপাতের একটি দৃশ্য উঠে এসেছে।

ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, একটি বোটের মধ্যে সরাসরি একটি বাজ এসে পড়েছে। ছবিটি যদিও রাহুল বাবুর মেয়ে তুলেছেন বলে জানা গেছে। খার অঞ্চলে পরে রাখা একটি পুরনো বোটের ওপর আচমকা বাজ এসে পরেছিল, ঠিক তখনই ছবিটি তোলা হয়।তবে ছবিটি পোস্ট করার সাথে সাথে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন রাহুল বাবু।