সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার TATA ও ISRO একসাথে, ভারত নতুন কিছু পে’তে চ’লে’ছে শীঘ্রই

নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে ইসরোর চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি। এই চুক্তি অনুসারে এই সংস্থার জন্য ইসরোর তৈরি জিস্যাট 24 স্যাটেলাইট সম্প্রতি সফলভাবে উৎক্ষেপণ করা হল।

বৃহস্পতিবার ফরাসি গায়ানার গৌরা থেকে ফরাসি কোম্পানি আরিয়ান স্পেস সফলভাবে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইট এর ওজন ছিল প্রায় 4 হাজার একশ আশি কেজি।

ভারতের ডিটিএইচ পরিষেবার চাহিদা মেটানোর জন্য এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এটি ছাড়া ভারতবর্ষজুড়ে কভারেজ দেবে বলে জানানো হয়েছে। এই স্যাটেলাইটের পুরো ক্ষমতা টাটা প্লে কে লিজ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: অবিশ্বাস্য ছাড়ে বি’ক্রি হচ্ছে টিভি-ফ্রিজ, বি’রা’ট অফার Flipkart-র

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এটি বিশ্বের 6 টি সরকারি মহাকাশ সংস্থার মধ্যে অন্যতম। ইসরো ক্রায়োজেনিক ইঞ্জিন স্থাপন করা, বহির্জাগতিক মিশন চালু করা এবং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করাতে সাফল্যের সঙ্গে কাজ করা হচ্ছে।

ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ মহাকাশ গবেষণার প্রয়োজনীয়তা স্বীকার করে ভারতের বিজ্ঞানী বিক্রম সারা ভাইয়ের অনুরোধে জহরলাল নেহেরু পরমাণু শক্তি বিভাগের অধীনে এই মহাকাশ গবেষণা সংস্থা স্থাপন করা হয়। তখন সালটা ছিল 1962।