সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রামপুরহাট কা’ণ্ডে কি ঘটেছে? “জানেনই না কিছু” বুদ্ধিজীবীদের ম’ন্ত’ব্যে হ’ত’বা’ক রাজ্যবাসী

রাজ‍্য রাজনীতি এখন বগটুই কাণ্ড নিয়ে উত্তাল। রাতের অন্ধকারে ঘুমের মধ‍্যে অসহায় ভাবে আগুনে ঝলসে মরতে হয়েছে নিরীহ গ্রামবাসীদের। বগটুই কাণ্ড নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব অব‍্যাহত।

অথচ বুদ্ধিজীবীদের এমন নৃশংস ঘটনা নিয়ে বিশেষ সরব হতে দেখা যায়নি। তালিকায় রয়েছেন প্রখ‍্যাত সুরকার কবীর সুমন, শিল্পী শুভাপ্রসন্ন, সাংসদ অভিনেতা দেব, অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক, জুন মালিয়ার মতো চেনা পরিচিত নাম। জুন বলেন, তিনি শুটিং ফ্লোরে ব‍্যস্ত।

একই বক্তব‍্য কাঞ্চনেরও। শাসক দলের বিধায়কও জানান, তিনি শুটিংয়ে ব‍্যস্ত। পরে এ বিষয়ে মতামত দেবেন বললেও ‘পরে’টা আর আসেনি।

আরো পড়ুন: রামপুরহাট কা’ন্ড নিয়ে মুখ খুললে কেউ পুরস্কার পা’বে বা, তাই চু’প ইন্ডাস্ট্রি: শ্রীলেখা মিত্র

কবি তথা পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার ব‍্যস্ত কবিতা উৎসবে। গণহত‍্যার কথা শুনে আকাশ থেকে পড়লেন তিনি। সবটা শুনে ‘বিষয়টা দেখতে হবে’ বলেই দায় সারলেন বিশিষ্ট কবি।

একই সুর শুভাপ্রসন্নর কণ্ঠেও। রাজ‍্য তোলপাড় করা এমন ঘটনা সম্পর্কে তিনিও অজ্ঞাত। সুপারস্টার অভিনেতা তথা সাংসদ দেব অবশ‍্য এত কথায় না গিয়ে সরাসরিই জানিয়ে দেন, এ বিষয়ে তাঁর কিছুই বলার নেই।

তবে অভিনেত্রী তৃণা সাহা এদিক দিয়ে ব‍্যতিক্রম। এক বছর হল তিনিও যোগ দিয়েছেন রাজনীতিতে, সবুজ শিবিরে। তাঁর কথায়, একবিংশ শতাব্দীতেও যে এমন ঘটনা ঘটছে সেটা ভাবলেও অবাক লাগে। বিজেপির তারকা সদস‍্য রুদ্রনীল ঘোষ ‘ভীত’ গোটা ঘটনায়। বাংলার এখন ঘোর অন্ধকার সময়।