সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম সেনার শী’র্ষ প’দে বসলেন এক ইঞ্জিনিয়ার, CoAS হলেন জেনারেল মনোজ পান্ডে

ভারতের সেনা প্রধান হলেন এক ইঞ্জিনিয়ার। লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে দেশের ২৯তম সেনা প্রধান হিসেবে এমএম নারাভানের স্থালাভিষক্ত হলেন।

তিনি প্রথম ইঞ্জিনিয়ার যিনি এই পদে বসলেন। দীর্ঘ ৩৯ বছরে সেনায় থাকা মনোজ পাণ্ডে ১৯৮২ সালে সেনার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট বম্বে স্যাপারসে যোগ দিয়েছিলেন।

পরে বিভিন্ন সময়ে দেশের পশ্চিম সীমান্তে, জম্ম-কাশ্মীর সীমান্তে মোতায়েন থেকেছেন তিনি। অপারেশন পরাক্রমের সময় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকা ১১৭ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন জেনারেল পাণ্ডে।

আরো পড়ুন: Infosys ও TCS চলতি বছরে ৯০ হাজারের বে’শি ফ্ৰেশার নি’য়ো’গ করবে

তাছাড়া সেনার মাউন্টেন ডিভিশনেও ছিলেন দেশের নতুন সেনা প্রধান। তিনি সেই সময় পশ্চিম লাদাখের দায়িত্ব সামলেছেন৷ পাশাপাশি দেশের পূর্ব সীমান্তে বিভিন্ন বিদ্রোহ নির্মূল অভিযানের নেতৃত্বও দিয়েছেন তিনি৷

সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়াটারে ব্রিগেডিয়র জেনেরাল স্টাফ (অপারেশন) পদে থেকেছেন মনোজ পাণ্ডে৷ এছাড়াও জেনারেল মনোজ পাণ্ডে সেনা সদর দফতরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ, সেনার সাউদার্ন কমান্ড হেডকোয়াটারের প্রধানের মতো পদ সামলেছেন৷

৩৯ বছর ধরে সেনা ও দেশের জন্য নিজের জীবন উত্সর্গ করার জন্য তিনি সেনার পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, বিশিষ্ট সেবা পদক-সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন৷