সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Infosys ও TCS চলতি বছরে ৯০ হাজারের বে’শি ফ্ৰেশার নি’য়ো’গ করবে

এবার চলতি অর্থবর্ষে ৯০ হাজারেরও কর্মী নিয়োগ করবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং ইনফোসিস। স্নাতকদের জন্য এটা সুখবর বলাই যায়।

এর মধ্যে প্রায় ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করবে টিসিএস। তার আগের বছরে ১ লক্ষ ফ্রেশার যোগ করেছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। গত অর্থবর্ষেই ৮৫ হাজার ফ্রেশার নিয়োগ করেছিল সংস্থা।

বড় আইটি সংস্থাগুলিতে গত অর্থবর্ষ থেকেই অ্যাট্রিশন রেট বৃদ্ধি পেয়েছে। উচ্চ চাহিদা, বেশি বেতন, পছন্দের প্রোজেক্টের খোঁজে টিসিএস, ইনফোসিসের মতো বড় সংস্থা ছেড়ে সুইচ করছেন বহু কর্মী।

আরো পড়ুন: সমুদ্রের পা’ড়ে প্রতিদিন মিলছে ভ’য়া’ন’ক পুতুল, ভু’তু’ড়ে কা’ণ্ডে ব্যা’প’ক চাঞ্চল্য

ফলে কর্মীর চাহিদা মেটাতে বিপুল পরিমাণে ফ্রেশার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুই সংস্থা। অ্যাট্রিশনের কারণে এখন প্রভাবিত সমগ্র আইটি সেক্টরই। সেই কারণে ফ্রেশার নিয়োগের ট্রেন্ড বজায় থাকবে এই বছরেও।