সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেগেটিভ চ’রি’ত্রে অ’ভি’ন’য় করে প্র’শং’সা কুড়িয়েছেন, এখন রজত বেদির অবস্থা জা’ন’লে জল আ’স’বে চোখে

বলিউডে বহু তারকা আছে এবং যায় একটা সময় যে সমস্ত তারকারা তাদের অভিনয়ের জাদু দর্শকদের দেখাতে সক্ষম হয়, তারাই একটা সময়ের পর যেনো বলিউড থেকে চিরতরে হারিয়ে যায়। এরকমই একজন হলেন রজত বেদী, যিনি একটা সময় শাহরুখ খান, ঋত্বিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন। সুযোগ পেয়ে থাকলেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি কারণ বলিউড তাকে সেই সুযোগটাই দেয়নি।

রজত বেদীর চেহারা এবং ব্যক্তিত্ব সমস্তকিছুই অন্যান্য সুপারস্টারদের মতোই ছিল ঠিক এই কারণেই তার সঙ্গে বড় বড় অভিনেতার অভিনয় করতে ভয় পেতেন। রজত বেদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হবে শুনলে অনেকেই না করে দিতেন। এমন দাপুটে অভিনেতা হওয়া সত্বেও কয়েকটা ছবিতে অভিনয়ের পর তিনি বলিউড থেকে একদমই উধাও হয়ে যান। রজত বেদীর জন্ম হয়েছিল একটি ফিল্ম পরিবারে এবং যার কারনেই ছোট থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন তার মনেই ছিলো।

পড়াশোনা শেষ করে তিনি মডেলিং জগতে পা রাখলেন এবং মডেলিং দুনিয়াতে থাকতে থাকতেই তিনি অভিনয় জগতে অভিনয় করার জন্য সুযোগ পেয়ে যান। ১৯৯৮ সালে প্রথম তার কাছে সুযোগ আসে অভিনয় করার জন্য। ছবির নাম ছিল ২০০১, দো হাজার এক। এর পরে তাকে অভিনয় করতে দেখা যায় ঋত্বিক রোশনের কই মিল গায়া সিনেমাটিতে যেখানে তাকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

আরো পড়ুন: স্বামী কতো টা’কা রো’জ’গা’র করেন? জানতে চে’য়ে RTI করলেন স্ত্রী

এরপর থেকেই তাঁর ক্যারিয়ার জগতে সাফল্য আসতে শুরু করে। ইন্টারন্যাশনাল খিলাড়ি, ইন্ডিয়ান, মা তুঝে সালাম এর সহ বহু কয়েকটি ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। বেশ কিছু ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও হঠাৎই বলিউড থেকে একদম গায়েব হয়ে গেলেন তিনি। একটার পর একটা ছবিতে অভিনয় করার প্রস্তাব তিনি হাতছাড়া করছিলেন। ২০২১ সালে তাকে ব্ল্যাকবোর্ড ছবিতেই শেষবারের মতো দেখা গিয়েছিল।

এরপর আর কখনোই বলিউডের পর্দাতে তাকে দেখা যায়নি। বর্তমানে বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন অভিনেতা। তার নাম বদলে তিনি রেখেছেন রাজ সিং বেদী, কিন্তু তাতেও কোনো রকম লাভ হয়নি ।২০২১ সালে তার গাড়ি রাজেশ নামের এক ব্যক্তিকে ধাক্কা মারে এবং যার ফলে রাজেশের মৃত্যু হয়।

এরপরেই মুম্বাই পুলিশ অভিনেতাকে গ্রেপ্তার করে এখন বর্তমানে রজতের হাতে আর কোন কাজ নেই এমনকি জানার আছে বিভিন্ন বলিউড প্রযোজক-পরিচালকরা নাকি তাকে না চেনার ভান করেন।