সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বামী কতো টা’কা রো’জ’গা’র করেন? জানতে চে’য়ে RTI করলেন স্ত্রী

উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা সঞ্জু গুপ্তা নামে এক মহিলা তাঁর স্বামীর ইনকাম জানতে প্রথমে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন। তবে স্বামীর অনুমতি ছাড়া আয়ের পরিমাণ জানানো ঠিক হবে না বলে আয়কর দফতর বিষয়টি ফিরিয়ে দিয়েছিল।

কিন্তু বিষয়টি ছাড়তে রাজি নন তিনি। এরপর তিনি কোনও উপায় না দেখে ফার্স্ট অ্য়াপিলেট অথরিটির কাছে আবেদন করেন। কিন্তু সেখান থেকেও কোনও লাভ হয়নি। এরপর সিআইসিতে আবেদন জানান তিনি।

পাশাপাশি আদালতের কিছু রায় খতিয়ে দেখে স্বামীর আয় স্ত্রীকে জানানোর জন্য বলা হয়। কারণ বিবাহ বিচ্ছেদ হলে খোরপোষের ক্ষেত্রে স্বামীর আয় জানাটা দরকার। কিন্তু কেন ওই স্বামী আয় জানাতে চাইছিলেন না সেটা ঠিক জানা যায়নি।

আরো পড়ুন: পর্যটকদের কাছে ন’য়া আকর্ষণ জেল পর্যটন! ৫০০ টা’কা’য় মিলবে ব’ন্দি’জী’বনের অভি’জ্ঞ’তা

তবে শেষ পর্যন্ত, এই দীর্ঘ লড়াইতে জয়ী হয়েছেন স্ত্রী। সিআইসি আয়কর দফতরকে জানিয়েছে, ১৫দিনের মধ্যে স্বামীর আয় জানাতে হবে। মোটের উপর তিনি কত টাকা বেতন পান, অন্য কোনও উৎস থেকে তাঁর কোনও আয় আছে কি না এসবও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।