সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Apple ডিভাইস সুরক্ষায় বি’রা’ট গাফিলতি, স’ত’র্ক করলো কেন্দ্র

ভয়ংকর রকমের গাফিলতির হদিস পাওয়া গেছে, পাওয়া গিয়েছে এমন একটি বিষয়ে যাতে সম্প্রতি পৃথিবীর সমস্ত মানুষ আসক্ত, যাকে ছাড়া জীবন প্রায় অচল সেটি হল স্মার্ট ওয়াচ, আর সেই ক্ষেত্রে এক বিশ্বস্থ ব্র্যান্ড হল অ্যাপেল।

এখন এই অ্যাপেল ডিভাইসেই গাফিলতি নজরে এসেছে এবং তা নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকেও সতর্কতা অবলম্বন করার কথা জানানো হয়েছে গ্রাহকদের।নাহলে হ্যাকাররা এই অ্যাপেল ওয়াচের কোড চালিয়ে সিকিউরিটি বাইপাস খুব সহজেই করে নিতে পারবেন বলে জানা গিয়েছে।

তবে সেই গাফিলতির কথা সংস্থা ওয়েবসাইটেও স্বীকার করে নিয়েছেন মার্কিন টেক কোম্পানিটি, তাঁরা বলেছেন যে অ্যাপেল ওয়াচে, ওয়াচ ওএস ৮.৭ এ যে পুরনো ভার্সনটা আছে, সেই ডিভাইসে মূলত সুরক্ষার গাফিলতি ধরা পড়েছে।

আর যে হারে এখন সাইবার ক্রাইম বৃদ্ধি বাড়ছে সেখানে সাইবার সুরক্ষার নোডাল এজেন্সি জানিয়েছে এই সুরক্ষা গাফিলতির রেটিংও প্রায় অনেক গুণ বেশি, যার ফলে খুব সহজেই হ্যাকাররা এটি হ্যাক করতে পারবেন।

আপেলের এভিডি কম্পনেন্ট বাফার ফ্লোতে সুরক্ষার ক্ষেত্রে গাফিলতি ধরা পড়েছে, এছাড়াও কার্নেল, মাল্টিটাচ সহ আরো বেশ কয়েকটি অ্যাপেল ওয়াচে গাফিলতি ধরা পড়েছে, তাহলে গ্রাহকদের কী করণীয় আসুন জানা যাক, ওয়াচ ওএস ৮.৭ আপডেটের সঙ্গে গ্রাহকদের কাছে যে প্যাচ পাঠানো হয়েছিল তাও অবিলম্বে ইনস্টল এর প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ গ্রাহকদের পুরনো ভার্সনের থেকে নয়া ভার্সন ইন্সটল করতে হবে।

আরো পড়ুন: দেশের “সৌর মানব”, আগামী প্রজন্মকে বাঁ’চা’র উপায় বা’ত’লে দিলেন তিনি, রইলো ভিডিও

এমনই কোম্পানি তরফ থেকে নিজস্ব ওয়েবসাইটেও একথা বলা হয়েছে। তবে অ্যাপেল ওয়াচ সক্ষম স্বাস্থ্যের খেয়াল রাখতেও, কারণ এক মহিলার শরীরে মারণ টিউমারের সনাক্তকরণ করেছে এই অ্যাপেল ওয়াচই, এই ওয়াচে ব্যবহৃত উন্নত প্রযুক্তির কারণেই কিম ডুরকি নামক ওই মহিলার জীবনও রক্ষা পেয়েছে।

তা না হলে তাঁর হৃদপিন্ডে যে বিরল টিউমারের উপস্থিতি রয়েছে তা তার প্রাণ কেড়ে নিতে পারত, এমন স্ট্রোক হবার সম্ভাবনা প্রবাল ছিল বলে জানিয়েছেন ডাক্তাররা, অর্থাৎ নিঃসন্দেহে বলা চলে এই ওয়াচে আছে উন্নত প্রযুক্তি, তাই অবিলম্বে এই ওয়াজের নতুন ভার্সনের আপডেট করা উচিত গ্রাহকদের।