সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’স্ক ছাড়াই বহু যাত্রী, ব্যা’প’ক ভি’ড়! কো’ভি’ড বি’ধি না মেনেই চালু লোকাল ট্রেন

আজ রবিবার। সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে ফের শহরের বুকে চালু হলো লোকাল ট্রেন। দীর্ঘ প্রায় ছয় মাস পর লোকাল ট্রেনের চাকা গড়ালো সাধারণের জন্য। স্বস্তির নিশ্বাস ফেলেছেন বহু নিত্যযাত্রী। রাজ্য সরকারের নির্দেশ মেনে 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হয়েছে আজ।

লোকাল ট্রেনে ওঠা এবং যাতায়াত সম্পর্কিত একাধিক করোনা বিধিনিষেধ লাগু করেছে রাজ্য সরকার। তবে আদেও কি তা সাধারন মানুষ মেনে চলবেন? আজ লোকাল ট্রেনের ভিড় চোখে পড়লে তেমনটা কিন্তু মনে হয় না। ট্রেনে আগের মতোই ঠাসাঠাসি ভিড়! সব থেকে ভয়ের বিষয় বেশিরভাগ যাত্রীর মুখে কোনো মাস্ক নেই! অর্থাৎ মাস্ক এবং শারীরিক দূরত্ববিধি বজায় রাখা সংক্রান্ত রাজ্য সরকার যে নির্দেশিকা দিয়েছিল তা কার্যত হেলায় উড়িয়ে দিয়েছেন যাত্রীরা।

করোনা এখনো দেশ থেকে পুরোপুরি যায়নি। আসমুদ্রহিমাচল করোনার তৃতীয় ঢেউয়ের জন্য অপেক্ষা করছে। সাধারণের এই উদাসীনতা তৃতীয় ঢেউকে মারাত্মক করে তুলতে পারে। রবিবার এমনিতেই অফিস কাছারি বন্ধ। তাই যাত্রী সংখ্যা ছিল কিছু কম। কিন্তু তাতেই আজ যে হারে ভিড় হলো লোকাল ট্রেনে তাতে কার্যত পিলে চমকাচ্ছে স্বাস্থ্য ভবনের।

রবিবারের দিনেই যদি এত ভিড় হয় তাহলে সাধারণ কর্মব্যস্ততার দিনে কি হবে সেই নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের। সংক্রমণ এড়াতে খুব প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সঙ্গে মাস্ক পরার বিধান দিচ্ছেন। তবে তা শুনছেন কয়জন?