সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বঙ্গোপসাগরে তৈ’রি ঘূর্ণাবর্ত কি ঘূর্ণিঝড়ের রূপ নে’বে? আগামী ২ দিনের আবহাওয়ার আপডেট দি’লো IMD

সম্প্রতি একটা ঝড় নিয়ে নানা রকমের জল্পনা শুরু হয়েছে। কখনো এমন খবর পাওয়া যাচ্ছে যে বঙ্গেও সুপার সাইক্লোন ঢুকতে পারে। আবার আইএমডি থেকে জানানো হচ্ছে সুপার সাইক্লোন হবে বলে তারা কখনোই জানায়নি। ভারতীয় মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘এই ঘূর্ণাবর্ত সুপার সাইক্লোনে পরিণত হবে, এমন কথা আমরা আগেও বলিনি, এখনও বলছি না। ভারতীয় মৌসম ভবনের কথায় ভরসা রাখা উচিত।

কোনও পিএইচডি স্কলার কী বললেন, সেটা মেনে চলা উচিত নয় বলে আমার মনে হয়।’ মূলত মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যেটা আগামী ২০ অক্টোবর নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। এবং ২১ অক্টোবর হয়ত সুস্পষ্ট নিম্নচাপ এবং ২২ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে এটি। প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ঘূর্ণাবর্তটি। পরবর্তীকালে অন্য দিকেও বাঁক নিতে পারে।

আর এই ঘূর্ণাবর্তে জেরেই বেশ কয়কটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পরে বলেই জানাচ্ছে মৌসুম ভবন। জানা যাচ্ছে দক্ষিণের দিকে অর্থাৎ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, দক্ষিণ কর্ণাটক এবং কেরলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উপকূলীয় এলাকা গুলির উপরেই বেশি আঘাত হানতে পারে এই ঘূর্ণাবর্ত।

আরো পড়ুন: গ্যাস সিলিন্ডার কিভাবে বিনা’মূ’ল্যে পাবেন? কা’রা করতে পারবেন আবেদন?

তাই ২০ অক্টোবরের পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহেতে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মৌসম ভবন থেকে জানানো যাচ্ছে। এবং তাদের মতে, অন্য আর পাঁচটা লোকের কথা না শুনে তাদের দফতরের গণনার উপর ভরসা রাখা সাধারন মানুষের উচিত।