সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম কাশ্মীর ডাল লেকের তী’রে ফ্যাশন শো অনুষ্ঠিত হ’লো, রইলো ছ’বি

সম্প্রতি কাশ্মীরে অনুষ্ঠিত হলো ইন্ডিয়া কাল্ট মেনস ফ্যাশন উইক। ভূস্বর্গ কাশ্মীরে এই প্রথমবার এমন কোনো ফ্যাশন শো’য়ের আয়োজন করা হয়েছে।

ডাল লেকের তীরে জম্বু কাশ্মীর পর্যটন বিভাগ এবং শ্রীনগর স্মার্ট সিটির সহযোগিতায় ফ্যাশন উইকের আয়োজন করা হয়। সেখানে পুরুষদের ফ্যাশন প্রদর্শন চলল। প্রথমবারেই ইন্ডিয়া কাল্ট মেনস ফাশন উইক সারা দেশজুড়ে শোরগোল ফেলে দিল।

নতুন দিল্লির ল্যাকমি ফ্যাশন উইকে দুনিয়ার নামজাদা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তবে তাদের সকলকে ছাপিয়ে কাশ্মীরে আয়োজিত এই ফ্যাশন উইক সকলের নজর কেড়েছে।

আরো পড়ুন: যদি IPL-র নিলামে বাবর আজমের দা’ম উ’ঠে তবে কত টাকায় বি’ক্রি হবে? মূ’ল্য জানালেন শোয়েব আখতার

গোটা দেশজুড়ে দশজন ফ্যাশন ডিজাইনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। কাশ্মীরের পাশাপাশি দিল্লি এবং মুম্বাই থেকেও মডেলদের আনা হয়েছিল। কাশ্মীরের ফ্যাশনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল।

ডাল লেকের সৌন্দর্যের কথা মাথায় রেখে এসকেআইসিসি লন তৈরি করা হয়। এমনভাবে এই ফ্যাশন শো উপস্থাপন করা হয়েছিল যা দেখলে মনে হয় প্রকৃতির সঙ্গে এর সংযোগ রয়েছে।

এই ফ্যাশন উইকের আয়োজন করেছিলেন গৌরব গুপ্ত। তিনি ফ্যাশন শোয়ের সাফল্য দেখে আনন্দে আপ্লুত হয়েছেন। এই ফ্যাশন শো যে এত সফল হবে তা তিনি আশা করেননি।

আরো পড়ুন: মেয়ে পেঙ্গুইন কেন বে’শি মা’রা যায়? কারণ জানলে চ’ম’কে উঠবেন

তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই ফ্যাশন শোয়ের পরিকল্পনা করছিলেন তিনি। ডাল লেকের তীরে ফ্যাশন উইকের আয়োজন করতে পেরে তিনি ভীষণ আনন্দিত হয়েছেন।

কাশ্মীরের তরুণদের জন্য এটি একটি শিক্ষনীয় প্ল্যাটফর্ম হবে বলে তিনি মনে করেন। যারা মডেলিং এবং ডিজাইনিংকে পেশা হিসেবে বেছে নিতে চান তাদের জন্য এই ফ্যাশন উইক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।