সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিল্লিতে না’শ’ক’তা’র হু’ম’কি, ই-মেল মারফত এলো বা’র্তা, রাজধানীতে হাই-অ্যালার্ট

ই-মেলে এমনই হুমকি এল, বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে রাজধানী দিল্লিকে। দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশ এই ই-মেলটি পায়। জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান এই ই-মেলটি পাঠিয়েছে বলেই দাবি।

রাজধানী নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে এই ই-মেল পাওয়ামাত্রই। দিল্লি পুলিশের স্পেশ্যাল ইউনিটের শীর্ষ আধিকারিক জানান, দিল্লি এবং উত্তরপ্রদেশের পুলিশের কাছে সম্প্রতি একটি ই-মেল আসে। ওই ই-মেলটিতে দিল্লিতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়।

ই-মেলটি তেহরিক-ই-তালিবানের কাছ থেকে এসেছে। এমনকী বেশ কয়েকটি সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের কাছেও ওই একই ই-মেল পাঠানো হয়। আর এই ই-মেলটি পাওয়ার পরই কার্যত নড়েচড়ে বসেছে প্রশাসন।

আরো পড়ুন: ভোলবদল! ইউক্রেন ইস্যুতে “নড়বড়ে” ভারতকেই পার্টনার আ’খ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের

ইতিমধ্যেই গোটা দিল্লিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। রেলস্টেশন, মেট্রো স্টেশন-সহ নানা শপিং মল এবং দর্শনীয় স্থানগুলির উপর কড়া নজর পুলিশের।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সর্বত্র। চলছে পরীক্ষা নিরীক্ষা। কাজে লাগানো হচ্ছে পুলিশ কুকুরকেও। দিল্লির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হয়েছে।