সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উ’ড়ে এ’সে রাস্তায় নামলো বিশ্বের প্রথম Flying Bike, ছু’ট’বে ১০০ কিমি প্র’তি ঘন্টায়, রইলো ভিডিও

নিত্যদিনের যাতায়াতের জন্য ইদানিং চার চাকার গাড়ির তুলনায় বাইকের প্রতি সাধারণের আগ্রহ বাড়ছে। অনেকেই এখন যানজট এড়ানোর জন্য নিজস্ব বাইক কিনে নিচ্ছেন। তবে রাস্তায় চার চাকা এবং দুই চাকা মিলে মাঝে মধ্যে যে যানজটের সৃষ্টি হয় তাতে কার্যত নাস্তানাবুদ হতে হয় যাত্রীদের।

তখন অনেকেই ভাবেন যদি বাইককে ওড়ানো সম্ভব হতো তাহলে বেশ সুবিধা হত। তেমনই আর ভাবনা চিন্তা থেকে এবার এলো বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। জাপানের একটি স্টার্ট আপ কোম্পানি এই বাইকটিকে তৈরি করেছে।

এই উড়ন্ত বাইকের নাম দেওয়া হয়েছে এক্স টুরিসমো। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অটো শোতে বাইকটিকে দেখানো হয়েছিল। বাইক চালানো দেখলে অনেকের সুপার হিরোদের কথা মনে পড়ে যাবে।

আরো পড়ুন: আমার কথা অ’র্ধে’ক বোঝা যায় বলে অ’র্ধে’ক লোক আমার সিনেমা দেখে, নিজেকেই ট্রো’ল করলেন দেব

এই বাইকের ওজন প্রায় ৩০০ কেজি। বাইকটি ৪০ মিনিট ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে উড়তে পারে। ভারতীয় মুদ্রায় এরকম বাইক কিনতে হলে ছয় কোটি আঠারো লক্ষ টাকা খরচ করতে হবে।


জাপানে ইতিমধ্যেই এই বাইকের বিক্রি শুরু হয়ে গিয়েছে। ২০২৩ সালের মার্কিন যুক্তরাষ্ট্রেরটি পাওয়া যাবে বলে জানিয়েছেন বাইক নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা। দেখুন সেই উড়ন্ত বাইকের ঝলক এক নজরে।