সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Alligator Fish: ডায়মন্ডহারবারের খা’লে ধ’রা পড়লো অ’দ্ভু’ত আকৃতির কুমির মাছ

ডায়মন্ড হারবারের খালে লেলিননগর ঘাটে সম্প্রতি বিশাল আকারের একটি কুমির মাছের দেখা মিলেছে। এই কুমির মাছ দেখতে অনেকটা মাছের মতো হলেও এর মুখ কুমিরের মতো। এমন প্রজাতির মাছ দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয়দের ভাষায় একে কুমির মাছ বলা হলেও এর নাম হচ্ছে অ্যালিগেটর গার। এই প্রজাতিকে সাধারণত জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে।

পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে সেগুলি অনেক বছর আগে জন্ম নিয়েছে। তারপর থেকে সেগুলির কোনরকম পরিবর্তন হয়নি। প্রাগৈতিহাসিক যুগে তারা যে চেহারায় ছিল এখনও তারা সেই চেহারাতেই রয়েছে। এদের মধ্যে অনেকেই বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে কিছু কিছু প্রজাতিকে এখনও দেখা যায়। তারা জীবন্ত জীবাশ্ম হয়ে থেকেছে। অ্যালিগেটর গার এদের মধ্যে অন্যতম প্রজাতি।

এখনো পর্যন্ত বিশ্বে অ্যালিগেটর গারের যেসব ফাইল খুঁজে পাওয়া গিয়েছে সেগুলি বয়স প্রায় 10 কোটি বছরের পুরোনো। অতএব আজ থেকে প্রায় 10 কোটি বছর আগের এই প্রজাতির প্রাণী কার্যত বিশ্বে রাজত্ব করে বেড়াত। এই প্রজাতির আঁশ সাধারণত খুব শক্ত হয়। এই মাছ সাধারনত বহু দাঁতবিশিষ্ট হয়ে থাকে। এগুলো সাধারণত শিকারি মাছ বলে পরিচিত। এরা ছোট ছোট মাছ শিকার করে খায়।

কুমির মাছ দেখার জন্য এদিন আট থেকে আশি সকলেই লেনিননগর ঘাটে ভিড় করতে থাকেন। অনেকেই কুমির মাছের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। অনেকে মনে করছেন খালের সঙ্গে নদীটি সংযুক্ত রয়েছে। তাই কোনভাবেই নদী থেকে এই মাছটি খালের মধ্যে ঢুকে পড়েছে।