সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নদীর বু’ক চি’রে তলিয়ে যাওয়া প্রাচীন শহর উ’ঠে এলো, উ’ত্তে’জ’না তু’ঙ্গে

ইরাকের টাইগার নদী যার কিছুটা জল শুকিয়ে যাওয়ার ফলে দেখা পাওয়া গেছে একটি প্রাচীন নগরের। নদীর জল শুকিয়ে যাওয়ার কারণেই ইতিউতিতে দেখা পাওয়া গেছিল একটি প্রাচীন বসতির ধ্বংসাবশেষ এবং এরপরে প্রত্নতাত্ত্বিকরা তাদের খননকার্য শুরু করে যার পরেই তারা উদ্ধার করেন একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ।

এই শহরটি পুরনো প্রায় ৩৪০০ বছরের, এটাই প্রাথমিকভাবে অনুমান করছেন ঐতিহাসিক বিদরা। তাদের মতে এই নগরটি হল মিওানী সাম্রাজ্যের একটি অংশ, ১,১৫০ থেকে ১,৩৫০ খ্রিস্টপূর্বাব্দের সময়ে ছিল।

প্রত্নতাত্ত্বিকদের মতে শহরটি তখন ব্রোঞ্জ যুগের ছিল। ইরাক বেশ কিছু বছর ধরে খড়ার কবলে আক্রান্ত। ছিটে ফোঁটা বৃষ্টি নেই অন্যদিকে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর জল ইতিমধ্যে শুকিয়ে গেছে, যার কারণে সেখানকার মানুষের জীবনযাত্রায় দেখা দিচ্ছে জলের অভাব।

আরো পড়ুন: এই ৫ রাশির লোকেরা ভা’গ্যে’র জো’রে সবকিছু জ’য় ক’রে নেন, চিনে নিন তাদের

এরকম পরিস্থিতিতে চাষের জন্য যে জলের প্রয়োজন সেটা অপর্যাপ্ত না থাকায় দেখা দিচ্ছে জীবন যাপনে মারাত্মক সমস্যা। টাইগ্রিস নদীর জল একাংশ শুকিয়ে যাওয়ার পরেই এই খননকার্য শুরু হয় যার পরেই দেখা পাওয়া যায় এই প্রাচীন নগরের।

তবে এই শহরটি সম্পর্কে স্থানীয়রা জানতেন। নদীর গায়ে যখন বাঁধ দেওয়া হয়েছিল সেই সময়ই এই গোটা বিষয়ে স্থানীয়রা অবগত হয়েছিলেন যদিও সেই সময়ের এর কোনো চিহ্ন ইতিমধ্যেই পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে যে ভূমিকম্পের জেরেই এই নগরের ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেটি মাটির তলে সমাধি পড়ে গিয়েছিল।