সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগের বছরের রে’ক’র্ড ভা’ঙ’তে দিওয়ালিতে ১২ লক্ষ প্রদীপ জ্বা’লা’বে উত্তরপ্রদেশ সরকার

সম্পূর্ণ ভারতবর্ষের পাশাপাশি উত্তরপ্রদেশও মেতে উঠেছে আলোর আনন্দে। আজ দীপাবলীর আগের দিন অযোধ্যায় ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বলে উঠবে একসাথে। আগের বছরের রেকর্ডকে ছাড়িয়ে এই বছর ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বলবে সেখানে। গত বছর ছয় লক্ষের বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন তারা। এই বছর সরযু নদীর তীরে ৯ লক্ষ প্রদীপ জ্বালানো হবে এবং অযোধ্যার চারপাশে চালানো হবে আরও তিন লক্ষ প্রদীপ।

দীপাবলি উপলক্ষে অযোধ্যা শহর একটি পাঁচ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে অনুষ্ঠানে রামলীলার মঞ্চায়ন এবং লেজার শো সহ একটি থ্রি ডি হলোগ্রাফিক ডিসপ্লে ও থাকবে। এই মহা অনুষ্ঠান শুরু হয়েছে পয়লা নভেম্বর থেকে এবং চলবে আরো ৩ দিন।

আজ সন্ধ্যা ৬ ঘটিকা থেকে ৬:৩০ পর্যন্ত প্রদীপ জ্বালাতে হবে। সরকারি জারি করা একটি বিবৃত অনুসারে, শ্রীলংকা থেকেও একটি সাংস্কৃতিক দলকে রামলীলা প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার নেপালের জনকপুরের একটি দল রামলীলা প্রদর্শন করেছিলেন অযোধ্যায়। এছাড়াও জম্মু-কাশ্মীর, গুজরাট, আসাম, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন দল রামলীলা মঞ্চস্থ করবে অযোধ্যায়।

অযোধ্যা ডি এম নিতিশ কুমার জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল রামকথা পার্কে পুষ্পক বিমান থেকে প্রতীকী ভগবান রাম, লক্ষণ এবং সীতাকে আপ্যায়ন করবেন। মুখ্যমন্ত্রী আদিত্যনাথও এইদিন নদীর তীরে আরতী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।