সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যা’প’ক জনপ্রিয়তা! এবার আমেরিকার রাস্তায় দাদাগিরি করবে Hunter 350

২০২২ সালে ভারতের রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ লঞ্চ করা হয়। যদিও তার অনেক আগেই এই বাইকের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল বিক্রির নিরিখে অন্যান্য বাইককে ছাপিয়ে গিয়েছে এটি! এই বাইক এবার লঞ্চ করল আমেরিকায়। সম্প্রতি আমেরিকার অফিসিয়াল ওয়েবসাইটে বাইকটি তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে এর একাধিক ভ্যারিয়েন্ট বিক্রি হয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেট্রো ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয়টি রংয়ের বিকল্প এই বাইকে ডুয়াল চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।

এছাড়া অ্যালয় হুইল, মোটরসাইকেল অফ রোডিং করার ক্ষেত্রে দারুন পারদর্শী। এই বাইকের সামনে রয়েছে ইন্সট্রুমেন্টস ক্লাস্টার। এছাড়া অ্যানালগ ডিসপ্লে রয়েছে যা বাইকের পারফরম্যান্স সংক্রান্ত তথ্য আপনাদের চোখের সামনে তুলে ধরবে।

আরো খবর: আজ অক্ষয় তৃতীয়া, জানুন কেমন কাটবে দিনটি, রইলো রাশিফল (23.04.2023)

এছাড়া এই বাইকে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট যেখান থেকে আপনি আপনার স্মার্টফোনে চার্জ দিতে পারবেন সহজেই। পারফরম্যান্সের দিক থেকে দুর্দান্ত এই বাইক। ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। ১৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি।

ভারতবর্ষে এটি মাইলেজ দেয় ৩৫ কিলোমিটার। এছাড়া এতে রয়েছে হ্যালোজেন হেডলাইট টার্ন সিগনাল। এর দাম রয়েছে ১ . ৭১ লাখ টাকা।

এই বাইকের বেশ কয়েকটি কম্পিটিটার রয়েছে যেমন টিভিএস রোনিন, ইয়েজদি honda cb 350,। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের দাম কিছুটা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।