সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ঙ্কি’প’ক্সে দেশে প্রথম মৃ’ত্যু’র ঘ’ট’না প্রকাশ্যে এলো

করোনা তার থাবা এখনো পর্যন্ত গোটা বিশ্বের ওপর থেকে সরাইনি তারই মধ্যে নতুন করে একটি রোগের সন্ধান পাওয়া গেল, যার নাম মাংকি পক্স। জানা গেছে ইতিমধ্যেই ভারতে আক্রান্ত হয়েছেন কিছু জন, যার মধ্যে প্রথম ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে এই সংক্রমণে। ঘটনাটি কেরালার ত্রিশূরে।

খবর সূত্রে জানা গেছে ওই যুবক কিছুদিন আগেই আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন নিজের দেশে, গত ২৭ শে জুলাই থেকে জ্বরের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের মৃত্যুর পরে তার নমুনা সংগ্রহ করা হয় নিশ্চিত হওয়ার জন্য যে ওই যুবক মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছিলেন কিনা।

এই বিষয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা গরগ জানান, ওই যুবক বিদেশ থেকে ফেরার সময়ই এই মাঙ্কি পক্সে আক্রান্ত হয়, তবে এই রোগের ক্ষেত্রে ওই যুবকের দেহে কোন রেসের মতো সমস্যা দেখা যায়নি তাই প্রথমদিকে সেই যুবকের আদৌ মাংকি পক্স হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলেন না চিকিৎসকরা।

আরো পড়ুন: তবে কি অর্পিতার বোনের সঙ্গেও স’ম্প’র্ক ছি’লো পার্থর

অবশেষে ওই যুবকের মৃত্যুর পরে জানা যায় যে ওই যুবক মাংকি পক্সে আক্রান্ত ছিল। ইতিমধ্যেই গোটা ভারতবর্ষের পাঁচজনের মধ্যে এই ভাইরাসের অস্তিত্ব দেখা গেছে।

পাঁচজন আক্রান্তের মধ্যে চারজনকে রলে একজন দিল্লির বাসিন্দা তবে দিল্লির বাসিন্দার ক্ষেত্রে কোনো রকম বিদেশফেরত এর ইতিহাস নেই। দিল্লির সেই আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছে বলে জানা গেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে।