সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মকর সংক্রান্তিতে ১১ টি জিনিস দা’ন করুন, জীবনে টা’কা’র ক’ম’তি হবে না!

সামনেই মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির পূন্য তিথিতে বেশ কিছু সামগ্রী দান করা শুভ বলে মনে করা হয়। আগামী 14 ই জানুয়ারি শুক্রবার সূর্য মকর রাশিতে গ্রহণ করবে দুপুর দুটো 29 মিনিট নাগাদ। এই সময় স্নান এবং দানের গুরুত্ব রয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন জিনিস দান করা শুভ।

তিল : মকর রাশিতে তিল দান করা শুভ বলে মনে করা হয়। এতে শনিদেব প্রসন্ন থাকেন।

খিচুড়ি : এইদিন খিচুড়ি খাওয়া এবং দান করা শুভ বলে মনে করা হয়।

গুড় : এই পূন্যদিনে গুড় দান করলে সূর্য দেবের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

তেল : এদিন তেল দান করলে শনি দেবের আশীর্বাদ পাওয়া যায়।

শস্য : যেকোনো ধরনের শস্য দান করলে সব মনোবাঞ্ছা পূরণ হবে।

ঘি ‌: কর্ম জীবনের সাফল্য পেতে হলে ঘি দান করুন।

রেওরি : শুভ ফল পেতে হলে রেওরি দান করুন।

লবণ ‌: শুক্র শক্তিশালী করে তুলতে চাইলে এক প্যাকেট লবণ দান করুন।

কম্বল : রাহু এবং শনিকে শান্ত রাখতে কম্বল দান করতে পারেন।

পশু খাদ্য : গরুকে সবুজ পাতা খাওয়ানো শুভ বলে মনে করা হয়।

নতুন জামা কাপড় : গরিবদের মধ্যে নতুন জামা কাপড় বিলি করুন।