সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজীব কে’ন ডোমজুড়ে, ওর তো ত্রিপুরায় থা’কা’র ক’থা: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এদিন ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়। রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ে ঢোকার চেষ্টা করলে ‘অন্য কিছু হবে’ বলে হুঁশিয়ারি দিলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রাজীব বন্দ্যোপাধ্যায় শনিবার ডোমজুড়ে এক প্রয়াত তৃণমূল নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করতে থাকেন স্থানীয় তৃণমূলকর্মীরা। তবে তাদের হাতে দলের পতাকা ছিল না। বিক্ষোভের মুখে গাড়িতে উঠে এলাকা ছাড়েন রাজীববাবু। যদিও জেলা তৃণমূলের এক নেতা জানান, গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এর সঙ্গে দলের যোগ নেই। তবে বেলা গড়াতে না গড়াতেই স্পষ্ট হয়ে যায় ছবি।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডোমজুড় কি ওর পৈত্রিক সম্পত্তি না কি? ডোমজুড় আবার কবে থেকে ওর এলাকা হল? সাড়ে তেতাল্লিশ হাজার ভোটে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ডোমজুড়ের লোকজন তবু ভদ্রতা করে কালো পতাকা দেখিয়েছে। অন্য কিছু করে দেয়নি এটাই অনেক’।

তিনি আরও বলেন,‘অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাকে বলেছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে থাকবে না। ও ত্রিপুরায় রাজনীতি করবো। ডোমজুড়ে ঘুরে বেড়াচ্ছে কেন? শ্রাদ্ধবাড়ি, বিয়েবাড়ি করে ঢোকার চেষ্টা? এসব করলে ও জানে না, আজ তো কালো পতাকা দেখিয়েছে। এর পর অন্য কিছু হবে’।