সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ গ’ভী’র রাতেই লাগবে পূর্ণিমা, কতক্ষণ থাকবে তি’থি? লক্ষ্মীপুজোর শু’ভ মু’হূ’র্ত কখন?

দুর্গাপুজোর পর পরই প্রথম পূর্ণিমায় হয় কোজাগরী লক্ষ্মী পূজা। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করা হয় ধন-সম্পদ সমৃদ্ধি কামনা করে। কোজাগরী শব্দের সংস্কৃত অর্থ হল কঃ জাগরী, কঃ কথাটির অর্থ হল কে এবং জাগরী কথার অর্থ হল জেগে থাকা।

কোজাগরী লক্ষ্মী পূজার নিয়ম হলো রাতভর ধরে জেগে থাকা,তাই এই তিথিকে বলা হয় কোজাগরী। পঞ্জিকা অনুযায়ী শনিবার অর্থাৎ ২১ শে আশ্বিন রাত ৩:৩০ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হতে চলেছে এবং যেটি থাকবে ২২ শে আশ্বিন রবিবার ২:৩০ পর্যন্ত।

সারা দিন যদি পূর্ণিমা তিথি থাকে তবে সে ক্ষেত্রে লক্ষ্মী পূজার সন্ধ্যা বেলাতে করাটাই সব থেকে ভালো সময়। পুজোর জন্য শুভ সময় হবে সন্ধ্যা ৭:৩০ থেকে ৯:১৩ পর্যন্ত। অন্যদিকে আবার রাত ১১:৪৬ মিনিট থেকে রাত ১:২৮ মিনিট পর্যন্ত।

আরো পড়ুন: বায়ুসেনার পোশাক পা’ল্টে গে’লো, দেখে নিন নয়া “কমব্যাট ইউনিফর্ম”

প্রাচীন নিয়ম নীতি অনুযায়ী কোজাগরী লক্ষ্মীপুজোর রাত জেগেই করার প্রচলিত রীতির রয়েছে। জানা গেছে এই দিন রাতে যদি ঘুমিয়ে পড়া যায় তবে সে ক্ষেত্রে দেবে নাকি রুষ্ট হন। তবে অনেক সাবেকি অথবা বনেদি বাড়িতে দেখা যায় যে পরিবারের সদস্যরা নারকেলের জল নারকেল চিরে ইত্যাদিকে রাত জেগে পাশা খেলা খেলে কোজাগরী তিথিতে রাত জাগে।