সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স’ম’স্যা শুধুই স’ম’স্যা, ৩০ কেজি ডিনামাইট দি’য়ে টেসলা গাড়ি উ’ড়ি’য়ে দি’লে’ন মালিক, দেখুন ভিডিও

টেসলা থেকে শখ করে এক ব্যক্তি বিদ্যুৎচালিত গাড়ি কিনেছিলেন। কিন্তু প্রচণ্ড ঠান্ডায় একের পর এক সমস্যা দেখা দিচ্ছিল গাড়িতে। তাতে বিরক্ত হয়ে ডিনামাইট বেঁধে আস্ত গাড়িটিকেই উড়িয়ে দিলেন এক ব্যক্তি।

অনেকগুলো টাকা জলে গেলেও, বুকের ভিতর থেকে পাথর সরে গেল বলে মনে করছেন তিনি। বিদ্যুৎচালিত গাড়ির বাজারে টেসলা একেবারে শীর্ষে রয়েছে। কিন্তু দক্ষিণ ফিনল্যান্ডের জালায় ২০১৩-র টেসলা মডেল এস গাড়িটিকে উড়িয়ে দিয়েছেন এক ব্যক্তি। বরফে ঢাকা পাহাড়ের কোল ঘেঁষে ৩০ কেজি ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটিকে উড়িয়ে দেন তিনি।

সেই দৃশ্য ক্যামেরাবন্দি নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত একটি ইউটিউব চ্যানেলের কর্মীরা। তাতে বরর চাদরে মোড়া এলাকায় দু’-একটি বাড়ি দেখা যাচ্ছে। তার মধ্যেই ধৈর্যের সঙ্গে গাড়ির গায়ে ডিনামাইট বাঁধছেন এক ব্যক্তি। সেই কাজ শেষ হলে সকলে দূরে সরে আসেন। তার পরই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি।

এই গাড়ির মালিক জানিয়েছেন, গাড়িটি কেনার পর প্রথম ১৫০০ কিলোমিটার দুর্দান্ত পারফরম্যান্স ছিল গাড়ির। কিন্তু তার পর থেকেই নানা সমস্যা দেখা দিতে শুরু করে। গাঁটের কড়ি খরচ করে গাড়িটিকে সার্ভিসিংয়ে পাঠান তিনি। সেখানে প্রায় এক মাস থাকার পর জানতে পারেন, গাড়িটির কিছু করা যাবে না। ব্যাটারি সেল পাল্টালেই একমাত্র সমস্যা মিটতে পারে।