সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিন দিন ক’ম’ছে গ্রাহক সংখ্যা! রিচার্জের দা’ম বা’ড়ি’য়ে মাথায় হাত জিও কর্তার

এবার এপ্রিল মাসের ডেটা পারমর্ফেন্স প্রকাশ করল ট্রাই, যেখানে সমস্ত ব্যাপারটা প্রকাশ্যে এল। আসলে জিও টেলিকম সংস্থার গ্রাহকের সংখ্যা হু হু করে কমে চলেছে। কারণটা আমরা সবাই জানি।

জিও টেলিকম সংস্থা তাদের প্যাকের দাম যেভাবে বৃদ্ধি করে চলেছে তা দেখে অনেক গ্রাহক নিজেদের সিম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে এপ্রিল মাসে এই গ্রাহক বদল বেশী দেখা যাচ্ছে।

বিগত কয়েক্ মাস আগেই জিও সংস্থা তাদের প্যাকেজের দাম বাড়িয়েছিল, এই সিদ্ধান্তে যে গ্রাহকেরা অনেকটাই ক্ষুব্ধ হয়েছে তার প্রমাণ এবার এপ্রিল মাসে গ্রাহক বিয়োগের কারণে বোঝা যাচ্ছে।

আরো পড়ুন: বড়ো কর্তা মর্নিং ওয়াক করবেন তাই প্রতিদিন ঘন্টা খানেক রাস্তা ব’ন্ধ থাকে! যায় না কো’নো গাড়ি

সম্প্রতি সে গ্রাহক সংখ্যা দেখা যাচ্ছে প্রায় ৩৭.৮৮ কোটি কয়েক মাস আগেই সেই গ্রাহক সংখ্যা ছিল ৩৭.৮৯ কোটি। তবে কি শুধু জিও তা কিন্তু নয়। এয়ারটেলও কিন্তু তাদের গ্রাহক হারিয়েছে। ৩১ লক্ষ সক্রিয় গ্রাহক এয়ারটেল হারিয়েছে।

এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল ৩৫.৫৭ কোটি, সেটাই এখন ৩৫.২৬ কোটি হয়েছে। তবে এদের মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি ভোডাফোনের, তারা বিপুল পরিমাণে গ্রাহক হারিয়েছে।

তাদের গ্রাহক সংখ্যা ছিল ২২.২৩ কোটি, এপ্রিল মাসে সেই গ্রাহক কমে হয়েছে ২২.৬ কোটি। এক মাসে প্রায় ৩৭ লক্ষ গ্রাহক হারিয়েছে ভোডাফোন।

এদিকে এপ্রিল মাসে বি এস এন এল ও তাদের গ্রাহক হারিয়েছে অনেকটাই। বি এস এন এলের তাদের গ্রাহক সংখ্যা ছিল ৫.৯৮ কোটি সেটাই এখন দাড়িয়েছে ৫.৯৩ ।