সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলে বিপুল সংখ্যক নি’য়ো’গ, মো’টা বেতন, জানুন আবেদন প’দ্ধ’তি

ইতিমধ্যে খবর, সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ের (Railway Recruitment Cell, Eastern Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে হাওড়া, শিয়ালদহ, মালদা, আসানসোল, কাচরাপাড়া, লিলুয়া, জামালপুর ইত্যাদি বিভিন্ন ইউনিটে বিভিন্ন ট্রেডের অধীনে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। যে সমস্ত প্রার্থীরা আগ্রহী ও যোগ্য তারা দেরী না করে সত্ত্বর যোগাযোগ করতে পারেন। আর এই বিষয়ে যদি আরও বিশদে জানতে চান তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে সরাসরি খোঁজ নেওয়া ভালো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ১০ মে, ২০২২। অনলাইন আবেদনপত্র জমা করতে হবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে বলে খবর। আর এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল ঘটলে তা পরবর্তী নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

• শূন্যপদের বিবরণ:

প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে মোট ২৯৭২টি শূন্যপদ।
১) হাওড়া ডিভিশন ২৬৭
২) লিলুয়া ওয়ার্কশপ ৬১৫
৩) শিয়ালদহ ডিভিশন ৫৪৯
৪) কাচরাপাড়া ওয়ার্কশপ ১৮৭
৫) মালদা ডিভিশন ১৩৮
৬) আসানসোল ডিভিশন ৪১২
৭) জামালপুর ওয়ার্কশপ ৬৬৭

আরো পড়ুন: প্রধানমন্ত্রী পদ ছা’ড়’তে হবে জেনে ভারতের ভূ’য়’সী প্রশংসা ইমরানের গ’লা’য়

• পদের নাম অ্যাপ্রেন্টিস
• শূন্যপদের সংখ্যা ৩০০০
•কাজের স্থান হাওড়া, শিয়ালদহ, মালদা ও অন্যান্য।
• আবেদন পদ্ধতি অনলাইন
• আবেদন প্রক্রিয়া শুরু ১১.০৪.২০২২
• আবেদনের শেষ তারিখ ১০.০৫.২০২২

• আবেদনের যোগ্যতা: দশম শ্রেণী পাস ন্যূনতম ৫০% নম্বরে। এছাড়াও NCVT/SCVT দ্বারা জারি করা নির্দিষ্ট ট্রেডের শংসাপত্রও থাকতে হবে।

• বয়সসীমা: ১৫ থেকে ২৪ বছর। সংরক্ষিত প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ১২ ভারতীয় মৎস্যজীবী আ’ট’ক শ্রীলঙ্কায়, প্রত্যেকের জা’মি’নে’র জন্য ১ কোটি চা’ই’লো সেদেশের আদালত

• আবেদন পদ্ধতি: RRC/ER কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে www.rrcer.com গিয়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্য পূরণ করতে হবে ও উল্লিখিত বিবরণ ক্রস-চেক করতে হবে। এছাড়া স্ক্যান করা ফটোগ্রাফ, সিগনেচার এবং অন্যান্য ডকুমেন্ট দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

• নির্বাচন প্রক্রিয়া: RRC আবেদনপত্রের তথ্যের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ করবে।