সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশ ছে’ড়ে মলদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় এখন বিক্ষোভের ছবি ৷ এই দ্বীপরাষ্ট্র আর্থিক সংকটে বিধ্বস্ত এবং বিপন্ন দেশবাসী৷ এই অবস্থায় মুখ লুকিয়ে পালালেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে৷

সূত্রের খবর, বুধবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। জানা গিয়েছে, এদিন সকাল সকাল মলদ্বীপে পৌঁছন গোতাবায়া।

মলদ্বীপের প্রশাসনিক আধিকারিকরা ভেলানা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মাঝেই মঙ্গলবার গভীর রাতে সস্ত্রীক দেশ ছাড়েন প্রেসিডেন্ট।

আরো পড়ুন: লাইভ সম্প্রচারের মধ্যেই কিশোরকে থা’প্প’ড়, ভাইরাল সাংবাদিকদের কা’ন্ড

সংবাদ সংস্থা সূত্রে খবর, সস্ত্রীক গোতাবায়া কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে মলদ্বীপ পৌঁছন। শ্রীলঙ্কার এক আধিকারিক এএফপি-কে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে পরিবারের সঙ্গে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট৷

গোতাবায়া বুধবারই ইস্তফা দেবেন বলে জানিয়েছেন স্পিকার৷ তবে এখনও পর্যন্ত ইস্তফার কথা ঘোষণা করেননি ৷