সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১২ ভারতীয় মৎস্যজীবী আ’ট’ক শ্রীলঙ্কায়, প্রত্যেকের জা’মি’নে’র জন্য ১ কোটি চা’ই’লো সেদেশের আদালত

রামেশ্বরমের জল সীমানা থেকে 12 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌসেনা। শ্রীলঙ্কার আদালত তাদের জামিনের খাতিরে প্রতিটি জেলের জন্য 1 কোটি টাকা করে ধার্য করেছে। আর বর্তমানে প্রতিবেশী দেশের আদালতের এই অবাক করা সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে ভারত।

অল মেকানাইজড অ্যাসোসিয়েশনের সভাপতি পি জেসুরাজ বলেছেন, আদালত সেখানে গ্রেফতার হওয়া জেলেদের মুক্তির জন্য 1 কোটি টাকা নির্ধারণ করেছে শুনে আমরা প্রথমে অবাক হয়ে যাই।

একজন জেলে কীভাবে 1 কোটি টাকা জোগাড় করতে পারবে? এত বিশাল পরিমান অর্থ থাকলে কি সে এই পেশায় আসত?জেসুরাজ আরও বলেন, তাদের প্রায় 85 টি নৌকা এখনও শ্রীলঙ্কার দখলে রয়েছে।

আরো পড়ুন: ১৮ বছরের ঊ’র্ধে বুস্টার ডো’জ নেওয়া নি’য়ে নতুন নি’য়’ম জেনে নিন, রইলো দা’ম

আদালতের এই চমকপ্রদ সিদ্ধান্তে হতবাক হয়ে গেছেন দক্ষিণী অভিনেতা কমল হাসানও।রামেশ্বরম ফিশারম্যানস অ্যাসোসিয়েশনের সভাপতি দেবদাস বলেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

এর পরেও শ্রীলঙ্কা ছাড়া আর অন্য কোনো দেশকে দেখা যায়না যারা জীবিকার জন্য কঠোর সংগ্রাম করা আমাদের জেলেদের সঙ্গে এমন খারাপ আচরণ করে। ভারত সরকার কেন দর্শক হয়ে দেখছে?

এছাড়াও রামেশ্বরম ফিশারম্যানস অ্যাসোসিয়েশনের সভাপতি ভারতের বিদেশমন্ত্রীর শ্রীলঙ্কায় কূটনৈতিক সফরের সময় তাদের এহেন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন।