সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্দু সে’জে গত ১৫ বছর ধ’রে ভারতে বসবাস, ধ’রা পড়লেন বাংলাদেশি যুবতী

হিন্দু মহিলা সেজে 15 বছর ভারতে আত্মগোপন করলেন বাংলাদেশী এক মহিলা। আসল নাম ছিল তার রনী বেগম কিন্তু হয়ে গেল সে পায়েল ঘোষ। কিন্তু শেষরক্ষা হলো কই? বাংলাদেশে বাবার মৃত্যুর খবর পেয়ে ফেরার চেষ্টা করতেই সমস্ত কিছু প্রকাশ্যে চলে এলো 27 বছরের সেই যুবতীর। ইতিমধ্যেই সবকিছু জেনে গ্রেপ্তার করা হয়েছে তাকে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) থেকে পাওয়া তথ্য অনুসারে।

আসলে 12 বছর বয়সে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করে সে। তারপরেই মুম্বাইয়ে একটি ডান্স বারে একটা সময়ে নাচও করেন তিনি। পরে নীতিন কুমার নামে ব্যাঙ্গালোরের এক ডেলিভারী ম্যানকে বিয়েও করেন সে। তবে অবশ্য কোনো ছলনা নয়, প্রেম করে ভালোবেসেই বিয়ে করে রনি। ২০১৯ সালে ব্যাঙ্গালোরের অঞ্জনা নগরে বসবাস শুরু করেন দুজন। নিজের নকল নামে প্যানকার্ড থেকে শুরু করে আধার কার্ড পর্যন্ত বানিয়ে নেয় সে।

এ পর্যন্ত সবকিছুই ঠিক চলছিল,কিন্তু হঠাৎ করে বাবার মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে যাওয়ার উদ্যোগ নেয় সে। আর সেখানেই সমস্ত গোপনীয়তা ফাঁস হয়ে যায় তার। বাংলাদেশে যাওয়ার জন্য আবেদন করতেই, অভিবাসন দপ্তরে রনির পাসপোর্ট দেখে সন্দেহ প্রকাশ করেন ও তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয় না। এরপরে সে বুঝতে পারে যে , তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে সকলের কাছেই। আর সময় নষ্ট না করে একেবারে ফেরার হয়ে যায় সে। পরে অবশ্য তদন্ত করে তাকে গ্রেফতার করে ব্যাঙ্গালোরের পুলিশ।