সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না হতেই বাড়ি ছে’ড়ে গাড়িতে quarantine-এ চ’লে গেলেন ব্যক্তি

করোনার প্রভাব বর্তমান সময়ে কিছুটা কম হলেও নতুন করে আবার করোনার প্রভাব দেখা দিচ্ছে । করোনার নতুন স্ট্রেন আস্তে আস্তে থাবা বসাচ্ছে মানব শরীরে।

চিনের থেকে করোনার আগমন ঘটলেও বর্তমানে চিন সরকার এই করোনা বিষয়ে অনেক বেশি সচেতনতা অবলম্বন করেছে। চিনের সরকার কঠোর নীতি চালু করেছে করোনার বিষয়ে। চিনের প্রত্যেকটা মানুষের মধ্যে এক প্রকার ভয় ঢুকিয়ে দিয়েছে চিন সরকার।

জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছে এমন ভেবেই নিজেকে গাড়ির মধ্যে দীর্ঘ সময় ধরে আটকে রাখলেন এক ব্যক্তি। করোনায় যাতে আর কেউ সংক্রমণ না হতে পারে সেই কারণে সেই গাড়িটির কাঁচ পর্যন্ত তিনি বন্ধ রেখে দিয়েছিলেন।

আরো পড়ুন: মে’স থেকে ডে’কে এ’নে কলেজ ছাত্রী’কে কু’পি’য়ে খু’ন! আ’ত’ঙ্ক বহরমপুর এ’লা’কা’য়

করোনা সংক্রমণ শুরু হলে ঘরের বাইরে থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে চিন সরকার। যদিও এইরকম নিয়ম কানুনকে বাড়াবাড়ি বলে মনে করছেন অনেকেই।

চীনের একটি সংগঠনের মাধ্যমে জানা গিয়েছে, চিন সরকার, চিনের বাসিন্দাদের জন্য করোনা সংক্রান্ত ভয় ঢুকিয়েছে, যার প্রভাব দেখা গেছে একটি ঘটনার মাধ্যমে।

করোনায় আক্রান্ত ব্যক্তি অস্বাস্থ্যকর পরিবেশে নিজেকে বহু সময় ধরে বন্দি করে রেখেছিলেন, এমনকি গাড়ির কাঁচও পর্যন্ত তিনি খোলেননি। গাড়ির দরজার কাছে একটি লেখা তিনি লাগিয়ে দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে কেউ যেন তার এই গাড়ির কাছে না আসেন।

আরো পড়ুন: সত্যজিৎ রায়ের কোনো ছবিই পছন্দের ন’য়, বি’ত’র্কি’ত ম’ন্ত’ব্য পরিচালক কিউ-র

যদিও এই রকম একটি ঘটনার পরে চিনের সরকার কতটা সচেতনতা অবলম্বন করতে পেরেছে এবং সচেতনতা বিষয়ে মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পেরেছে সে বিষয়েই জানিয়েছে এই সংস্থাটি।

এ ব্যাপারে সমালোচকদের মতে এই রকম ভাবে কঠোর নিয়ম নীতির মাধ্যমে যে নিয়ন্ত্রণ করা হয়েছে তা বলতে গেলে এক রকম মানসিক নির্যাতনের সমতুল্য।