সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ রাশি পা’ল্টা’চ্ছে মঙ্গল, তবে কি ভারতের ভা’গ্যে কোনো বি’প’দ ঘ’নি’য়ে আসছে? কি বলছে জ্যোতিষ?

তথ্য: এই সময়

১০ ই আগস্ট মঙ্গল স্থান পরিবর্তন করছে। তাই ভারত সহ গোটা বিশ্বে নানা রকম বিপর্যয়, মূল্য বৃদ্ধি ঘটতে পরে বলে জানাচ্ছে জ্যোতিষীরা। জ্যোতিষী সচিন মালহোত্রা গণনা করে জানান যে, আগামী ৫ মাসে ভারত-সহ পৃথিবীতে মঙ্গলের বৃষ রাশিতে গোচর নানা রকমের প্রভাব ফেলতে পারে।

১০ই অগাস্ট নিজ রাশি মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। বৃষ রাশিতে মঙ্গল প্রবেশ করলে অঙ্গারক যোগ শেষ হবে। তবে এমন একটি দুর্লভ যোগ সৃষ্টি হবে যে, দেশ ও বিশ্বে নতুন ধরনের সমস্যার সূচনা হবে। এ সময় নানান অপ্রিয় ঘটনা দেখতে হবে বিশ্ববাসীকে।

মঙ্গলের বৃষ ও মিথুন রাশির গোচরে কষ্ট প্রদানের ফলে ভারতে মূল্যবৃদ্ধি ঘটবে, রাজনৈতক অস্থিরতা, বড়সড় দুর্ঘটনা ও আকস্মিক অশুভ ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকী, কেন্দ্রে উপস্থিত শাসকদলের নেতাদের সঙ্গে কিছু অপ্রিয় ঘটনাও ঘটতে পারে। আগামী ৬ মাসে জনসাধারণ এ ধরনের নানান সমস্যার মুখোমুখি হবে।

আরো পড়ুন: দেশজুড়ে ধর্ম’ঘ’টে ডাকঘরকর্মীরা, বাংলাতেও পড়লো প্র’ভা’ব

এই বছর ১০ অগাস্ট বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল এবং ১৬ অক্টোবর মিথুন রাশিতে আসবে। পরে ৩০ অক্টোবর মিথুন রাশিতে বক্রী হয়ে বিপরীত মুখে হাঁটা শুরু করবে লাল গ্রহ মঙ্গল। এ সময় ১৩ নভেম্বর আবার বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। আগামী ১২ মার্চ পর্যন্ত এই রাশিতেই মঙ্গল বিরাজ করবে বলে জানা গিয়েছে।

মঙ্গলের এই উপস্থিতির কারণে এই বছর ১০ অগাস্ট থেকে আগামী বছর ১২ মার্চ পর্যন্ত মঙ্গলের প্রভাবে কষ্ট ভোগ করবে বৃষ রাশির জাতকেরা। সংযোগ বশত স্বাধীন ভারতের প্রতিষ্ঠা কোষ্ঠী বৃষ লগ্নের। এ সময় লগ্নে রাহু বিরাজ করছিল এবং মঙ্গল মিথুন রাশিতে দ্বিতীয় অর্থাৎ অর্থ স্থানে উপস্থিত রয়েছে।

মঙ্গল একটি রাশিতে সাধারণত ৪৫ দিন থাকে বলে জানা যায়। প্রতি আড়াই বছর পর পর মঙ্গল সূর্যের থেকে পঞ্চম বা নবম স্থানে আসায় নিজের গোচরকালে বক্রী হয়ে বিপরীত মুখে হাঁটতে শুরু করে দেয়। এ সময় কোনও রাশিতে ৫ থেকে ৬ মাস কাটায় মঙ্গল। এ বছরও এমনই একটি সংযোগ তৈরি হতে চলেছে।

বৃষ রাশিকে চার পেয় দুগ্ধদানকারী পশুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। ভবিষ্যফল ভাস্কর অনুযায়ী বৃষ রাশিতে মঙ্গলের গোচর হলে ‘সমস্ত অন্নের মূল্য বৃদ্ধি হয় এবং চন্দন, জাফরান, বস্ত্র, কার্পাস ইত্যাদির দাম বাড়ে। ‘ ফলে, মনে করা হচ্ছে এই বছর ডেয়ারিজাত দ্রব্যের দাম বাড়তে পারে। বড়ো সরো আন্দোলন ও হতে পারে বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয় রাজনৈতিক মঞ্চেও নানা বিপর্যয়ের সম্ভাবনার কথাও বলছেন জ্যোতিষীরা। মেদিনী জ্যোতিষে প্রভাব রাশি অনুযায়ী বৃষ রাশির প্রভাব বিহার রাজ্যের ওপর বেশি থাকবে। বিহারের মুখ্যমন্ত্রী এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা সকলকে অবাক করে দিতে পারে। শুধু তাই নয় মহারাষ্ট্রের জন্যও খুব কঠিন সময় যাবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও শুধু ভারত নয় ইউক্রেনেও নানা পরিবর্তন ঘটবে এই বৃষ রাশির স্থান পরিবর্তনের ফলে। ইউক্রেনের প্রতিষ্ঠা কোষ্ঠী মকর লগ্ন ও মকর রাশির। এখানে ধনিষ্ঠা নক্ষত্রে ২৪ ফেব্রুয়ারি আসার ফলে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল। তাতে দুই দেশের প্রচুর ক্ষতি হয়েছে।

শনি এখনও মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় মকর রাশিতে গোচর করছে, মঙ্গল গোচরে বৃষ রাশিতে শনির থেকে ত্রিকোণে উপস্থিত থাকবে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকী, তাঁর জন্ম রাশি বৃষ হওয়ায় তাঁর নিরপত্তার বড়ো সরো ঝুঁকি আসতে পারে বলেও মনে করা হচ্ছে। এরকম নানা ধরনের বিচিত্র ঘটনার সন্মুখীন হবে বিশ্ববাসী বলে ধারণা করছেন বিশিষ্ট জ্যোতিষীরা।